নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

০৯ মে ২০২৫

আড়াইহাজারে ডাকাতের লাশ উদ্ধার

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৪:৩৩, ৬ মে ২০২৩

আড়াইহাজারে ডাকাতের লাশ উদ্ধার

আড়াইহাজারে আমির হোসেন (৫০) নামের এক ডাকাতের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। শনিবার সকাল ১১টার দিকে উপজেলার হাইজাদী ইউনিয়নের মাধবদী এলাকার ধান ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়। আমির হোসেন সোনারগাঁও উপজেলার বিষনাদী গ্রামের সরাফত আলীর ছেলে। 


আড়াইহাজার থানার ওসি ইমদাদুল হক তৈয়ব জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মাধবদী এলাকার  ধান ক্ষেত থেকে তার  লাশ উদ্ধার করা হয়।


ধারনা করা  হচ্ছে তাকে পিটিয়ে ও মাথায় আঘাত করে  হত্যা করে পার্শ্ববর্তী সোনারগাঁও থেকে এখানে ফেলে রেখেছে। সে সোনারগাঁেয়র তালিকা ভুক্ত ডাকাত। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতির মামলা রয়েছে। কে বা কা এই হত্যাকান্ড ঘটিয়েছে তা জানা যায়নি।  

 

ওসি আরো জানান, ডাকাতির ভাগবাটোয়া নিয়ে নিজেরাই এই ঘটনা ঘটাতে পারে।  এই হত্যাকান্ড নিয়ে তদন্ত চলছে। তদন্তের পর বিস্তারিত বলা যাবে।