নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

০৯ মে ২০২৫

১ বছরের সাজা এড়াতে ৩ বছর পলাতক, ফতুল্লা পুলিশের অভিযানে ধরা

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২০:১৫, ১২ মে ২০২৩

১ বছরের সাজা এড়াতে ৩ বছর পলাতক, ফতুল্লা পুলিশের অভিযানে ধরা

এক বছরের সাজা এড়াতে দাড়ি রেখে লেবাস পরিবর্তন করে তিন বছর পালিয়ে থাকার পরও শেষ রক্ষা হলোনা চেক জালিয়াতি মামলার সাজাপ্রাপ্ত আসামী  মোঃ লুৎফর রহমান ফারুকের। 


বৃহস্পতিবার রাতে র‌্যাব-১’র সহায়তায় ঢাকার উত্তরা থেকে চেক জালিয়াতি মামলায় এক বছরের সাজা প্রাপ্ত পলাতক আসামী মোঃ লুৎফর রহমান ফারুক (৪৮) কে গ্রেপ্তার করেছে ফতুুল্লা মডেল থানা পুলিশ।


গ্রেপ্তারকৃত মো. লুৎফর রহমান ফারুক ফতুল্লা মডেল থানার জামতলা হাজী ব্রাদাস রোডের হাজী খোরশেদ মিয়ার ভাড়াটিয়া হাজী মাহাবুব হোসেনের পুত্র।  


পুলিশ জানায়, ১৮ লাখ ৫০ হাজার টাকা চেক জালিয়াতি প্রতারনা মামলায় এন আই এক্টের ১৩৮ ধারায় ৪ নং যুগ্ম দায়রা জজ আদালত নারায়নগঞ্জের ম্যাজিস্ট্রট কাজী ইয়াসিন হাবিব ২০১৯ সালের অক্টোবর মাসে এক বছরের সাজা প্রদান সহ চেকের টাকা প্রদানের নির্দেশ প্রদান করেন। 


গ্রেপ্তার এড়াতে তিনি  বেশ পাল্টে দাড়ি রেখে পালিয়ে বেড়াচ্ছিলেন। কিন্ত তারপর ও শেষ রক্ষা হয়নি তার। তথ্য প্রযুক্তি ও র‌্যাব-১’র সহায়তায় বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে ঢাকার উত্তরা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।