নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

২৯ মার্চ ২০২৪

সোনারগাঁয়ে দেড় কোটি টাকার ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৪:২৮, ১ জুন ২০২৩

সোনারগাঁয়ে দেড় কোটি টাকার ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে প্রায় দেড় কোটি মূল্যের ৪৭৪০০ পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কার (ঢাকা মেট্রো গ-৪৯-৩৩৪১) জব্দ করে পুলিশ।


গ্রেপ্তারকৃতরা হলো- সায়েদ ইসতিয়াক আহাম্মদ (৩৮), দৌলত আজিম ভূঁইয়া @ সুমন (৪১), মিম আক্তার (১৯) @ খুশী ও প্রাইভেটকারের চালক মো. মুজিবুল হক (৩২)। বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন। 


সংবাদ সম্মেলনে শেখ বিল্লাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন চট্টগ্রাম হইতে কতিপয় মাদক ব্যবসায়ী বিপুল পরিমান মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটের চালান নিয়া নারায়ণগঞ্জ এর উদ্দেশ্যে রওনা দিয়েছে। 


এ তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (১ জুন) ভোর রাত আড়াইটার দিকে একদল পুলিশ মেঘনা টোল প্লাজা সংলগ্ন পুলিশ চেকপোষ্টে অভিযান চালায়।

 

অভিযান চলাকালে একটি সাদা রংয়ের প্রাইভেটকার কে থামানোর জন্য সংকেত দিলে গাড়ির ভিতরে যাত্রীবেশে বসে থাকা তিন মাদক ব্যবসায়ী সায়েদ ইসতিয়াক আহাম্মদ, দৌলত আজিম ভূঁইয়া @ সুমন ও মিম আক্তার (১৯) @ খুশী বের হয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে।

 

এসময় পুলিশ সদস্যরা ধাওয়া করে পলায়নরত ওই তিন ব্যক্তি ও গাড়ির চালককে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর সায়েদ ইসতিয়াক আহাম্মদ, দৌলত আজিম ভূঁইয়া @ সুমন, মিম আক্তার @ খুশী এর হেফাজত থেকে এক কোটি বেয়াল্লিশ লক্ষ বিশ হাজার টাকা মূল্যের ৪৭৪০০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। 


এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সোনারগাঁ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে।  তিনি আরও জানান, জেলা পুলিশের এই মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।