নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

০৯ মে ২০২৫

আড়াইহাজারে দেশীয় অস্ত্রসহ ৪ ডাকাত গ্রেপ্তার

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২০:৩১, ৫ আগস্ট ২০২৩

আড়াইহাজারে দেশীয় অস্ত্রসহ ৪ ডাকাত গ্রেপ্তার

আড়াইহাজারে ডাকাতির প্রস্ততিকালে দেশীয় অস্ত্রসহ ৪ ডাকাতকে গ্রেপ্তার করেছে আড়াইহাজার থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে চাপাতি, চাকু,সুইচ গিয়ার, লোহার রড উদ্ধার করা হয়।


গ্রেপ্তারকৃতরা হলো- নারায়নগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার ব্রাহ্মনগাও এলাকার মৃত নেয়ামত উল্লার ছেলে ইকবাল হোসেন (৩২), একই উপজেলার মুড়াপাড়া এলাকার গোলাম মোস্তফার ছেলে মো. সোহাগ আহাম্মদ (৩০), দরিকান্দি (কলাতলী) এলাকার আ: কাদির মিয়ার ছেলে মো. শাহিন মিয়া (৩০) ও হোরগাও এলাকার আবু সিদ্দিক মোল্লার ছেলে সিফাত মোল্লা (২৬)।

 
পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে  শুক্রবার মধ্যরাতে উপজেলার কালিবাড়ি এলাকায় বিশেষ অভিযান চলাকালে মনোহরদী শ্মশান ঘাটে ডাকাতির প্রস্ততিকালে তাদের   গ্রেপ্তার করা হয়।


আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ ইমদাদুল হক তৈয়ব জানান গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন পুবর্ক কোর্টে প্রেরণ করা হয়েছে।