নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

০৪ মে ২০২৪

বন্দরে সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২২:৪৮, ১ সেপ্টেম্বর ২০২৩

বন্দরে সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

বন্দরে  মুন্না (২০) নামে এক যুবক গুরুত্বর জখমের ঘটনায় হামলাকারি সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে ছনখোলা এলাকাবাসী। শুক্রবার (১ সেপ্টেম্বর) বিকেল ৪টায় বন্দর উপজেলার ছনখোলা এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ছনখোলা পঞ্চায়েত কমিটি সভাপতি বাদল মিয়ার সভাপতিত্বে মানব বন্ধনে বক্তব্য রাখেন, ছনখোলা এলাকার সমাজ সেবক মোঃ আব্দুর রহমান, মোঃ আলী, আব্দুর রব, মোঃ সালাউদ্দিন, মিজানুর রহমান, মোঃ সালাম, আবুল কাশেম, মোঃ ফয়সাল ও মোক্তার প্রমুখ।

মানব বন্দনে বক্তরা বলেন, বন্দরে কিশোর গ্যাং এর উৎপাত ব্যাপক ভাবে বৃদ্ধি পেয়েছে। কিশোর গ্যাংরা সন্ত্রাসী হামলায় মুন্না গুরুত্বর জখমের ঘটনায় থানায় মামলা দায়ের হলেও রহস্য জনক কারনে পুলিশ মামলার আসামীদের গ্রেপ্তার করছে না।

আসামীদের গ্রেপ্তার না করায় ছনখোলা এলাকাবাসী চরম আতংকের মধ্যে দিন কাটাচ্ছে। আসামী গ্রেপ্তারে পুলিশের তৎপরতা না থাকায় চরম ক্ষোভ প্রকাশ করেছে মানববন্ধনে অংশ নেওয়া সাধারন জনগন।

আহত মুন্না বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ছনখোলা এলাকার রফিকুল ইসলামের ছেলে।  মানববন্ধনে উপস্থিত ছিলেন সমাজ সেবক নূর হোসেন,আমান, জাহাঙ্গীর, জনি, হাসান, আমির, বিল্লালসহ স্থানীয় এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।  
উল্লেখ্য, বাড়ি সামনে মাদক বিক্রি ও মাদক সেবনে বাধা দেওয়ার জের ধরে গত শুক্রবার (২৫ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় বন্দর উপজেলার মুখফুলদী প্রাথমিক বিদ্যালয়ের সামনে  পূর্ব শত্রুতার জের ধরে  বন্দর থানার কলাগাছিয়া ইউনিয়নের নয়ানগর মুখফুলদি এলাকার আনোয়ার মিয়ার ছেলে স্থানীয় বখাটে সন্ত্রাসী জুনায়েদ একই এলাকার শফিকুল ইসলামের ছেলে সিয়াম একই এলাকার নবী হোসেন মিয়ার ছেলে ইফরান ও মোক্তার মিয়ার ছেলে অন্তর এবং ইসমাঈল মিয়ার ছেলে শুভ ও একই এলাকার আনোয়ারসহ অজ্ঞাত নামা ৫/৭ জন সন্ত্রী বাদী ছেলে মুন্নাকে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্রদিয়ে এলোপাথারী ভাবে কুপিয়ে নগদ ৫৫ হাজার টাকা ও দেড় ভড়ি ওজনের স্বর্নের ব্রেসলেট ছিনিয়ে নেয়।