নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

০৩ মে ২০২৪

বন্দরে ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ি গ্রেপ্তার

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২০:৪৫, ১২ অক্টোবর ২০২৩

বন্দরে ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ি গ্রেপ্তার

বন্দরে পৃথক অভিযান চালিয়ে ২৫০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ ৪ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীরা হলো বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের ছোট সাহেব বাড়ী এলাকার মোয়াজ্জেম মিয়ার বাড়ি ভাড়াটিয়া  মৃত আবুল হোসেন মিয়ার ছেলে সুমন (৩৮) বরিশাল জেলার বানারীপাড়া থানার চাখার এলাকার মৃত আব্দুল সোবহান মিয়ার ছেলে বিল্পব শিকদার ওরফে বিপু (৪৮) বন্দর র‌্যালীবাগান এলাকার দেলোয়ার শেখের ছেলে রাজু শেখ (৩০) ও একই এলাকার মৃত বাছেদ মিয়ার ছেলে ইমন (৩৪)। 


গ্রেপ্তারকৃত ৪ মাদক ব্যবসায়ীকে পৃথক মাদক মামলায় বৃহস্পতিবার (১২ অক্টোবর) দুপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে গত বুধবার (১১ অক্টোবর) রাত সাড়ে৮টায় বন্দর উপজেলার মদনপুরস্থ এশিয়ান হাইওয়ে সংলগ্ন জনৈক জামাল মিয়ার ফলের দোকানের সামনে ও বৃহস্পতিবার (১২ অক্টোবর) রাত সোয়া ২টায় বন্দর ফায়ার সার্ভিস সংলগ্নস্থ গিয়াস উদ্দিন চৌধূরী টাওয়ারের সামনে পৃথক অভিযান চালিয়ে উক্ত ইয়াবাসহ এদেরকে গ্রেপ্তার করা হয়। 


বন্দরে পৃথক স্থান থেকে ইয়াবা উদ্ধারের ঘটনায় বন্দর থানায় মাদক আইনে পৃথক ২টি মামলা রুজু করেছে পুলিশ। যার মামলা নং- ১৪(১০)২৩ ও ১৫(১০)২৩। থানা সূত্রে জানাগেছে, ধামগড় ফাঁড়ি এএসআই ফরহাদুজ্জামানসহ সঙ্গীয় র্ফোস গত বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বন্দর উপজেলার মদনপুরস্থ এশিয়ান হাইওয়ে সংলগ্ন জনৈক জামাল মিয়ার ফলের দোকানের সামনে অভিযান চালিয়ে ৩০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ মদনপুর চাঁনপুর এলাকার মৃত আবুল হাসান মিয়ার ছেলে সুমনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। 


এছাড়াও বন্দর ফাঁড়ি এসআই শামীম আল মামুনসহ সঙ্গীয় র্ফোস বৃহস্পতিবার রাত সোয়া ২টায় বন্দর ফায়ার সার্ভিস সংলগ্ন গিয়াস উদ্দিন চৌধূরী টাওয়ারের সামনে অভিযান চালিয়ে ২২০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ বরিশাল জেলার বানারীপাড়া থানার চাখার এলাকার মৃত আব্দুল সোবহান মিয়ার ছেলে বিল্পব শিকদার ওরফে বিপু বন্দর র‌্যালীবাগান এলাকার দেলোয়ার শেখের ছেলে রাজু শেখ ও একই এলাকার মৃত বাছেদ মিয়ার ছেলে ইমনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
 

সম্পর্কিত বিষয়: