
ঢাকা-নারায়নগঞ্জ লিংক রোডের ফতুল্লার চানমারীতে রাস্তার পার্শ্বে পার্কিং করা একটি বাসে আগুন দিয়েছে দূবৃত্তরা।
রবিবার (১৩ নভেম্বর) দিবাগত রাত সাড়ে বারোটার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের চাঁনমারির নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের সামনে দাঁড়িয়ে থাকা 'আল্লাহ ভরসা পরিবহন'- এর একটি বাসে আগুন দেওয়া হয়।
খবর পেয়ে ফতুল্লা মডেল থানা পুলিশ ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার পরিদর্শক (অপারেশন) মাসুদ রানা জানান, লিংক রোডের চাঁনমারি এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা আল্লাহ ভরসা পরিবহনের একটি বাসে (ঢাকা মেট্রো ল-১৪-১৬৮৬) দুর্বৃত্তরা আগুন দেয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। জড়িতদের খুঁজে বের করতে পুলিশ চেষ্টা করে যাচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি রাস্তার পাশে পার্কিং করা ছিল। হঠাৎ করে পেছন থেকে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। এক পর্যায়ে ভেতরে আগুন ছড়িয়ে পড়ে। ভেতরে কোন যাত্রী বা চালক হেলপার না থাকায় কেউ হতাহত হয় নি। তবে বাসের পেছনের পুরো অংশসহ ভেতরের সিটগুলো পুড়ে যায়।
এদিকে সন্ধ্যা সাড়ে ৬ টায় সিদ্ধিরগঞ্জের গোদনাইল দুই নং ঢাকেশ্বরী এলাকায় রাস্তার পাশে পার্কিং করা নাফ পরিবহনের একটি বাসে আগুন দেয়া হয়।