
ফতুল্লায় অবরোধের সমর্থনে ও তফসিল বাতিলের দাবিতে মশাল মিছিল করেছে যুবদলের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) রাতে সাগর সিদ্দিকীর নেতৃত্বে ঢাকা নারায়ণগঞ্জ পুরাতন সড়কে দাপা বালুর ঘাট থেকে পোস্ট অফিস বাসস্ট্যান্ড পর্যন্ত এ মিছিল করেন নেতাকর্মীরা।
পরে পোস্ট অফিস বাসস্ট্যান্ডে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রেখে মিছিল সমাপ্ত করেন নেতাকর্মীরা। এতে যুবদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন।
এসময় সাগর সিদ্দিকি বলেন, এ সরকার পাগল হয়ে গেছে। তাদের সময় ফুরিয়ে এসেছে। অবৈধ সরকারের আজ্ঞাবহ হয়ে ঘোষিত অবৈধ তফসিল কোনভাবেই মেনে নেয়া যায়না। অবিলম্বে তফসিল বাতিল করতে হবে। আমরা আমাদের আন্দোলন অব্যাহত রেখেছি। দেশে নির্বাচন হবেনা, শেখ হাসিনার পদত্যাগ করতেই হবে।