নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

০৯ মে ২০২৫

হরতালের সমর্থনে ফতুল্লায় যুবদলের মিছিল

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৩:৫২, ১৯ নভেম্বর ২০২৩

হরতালের সমর্থনে ফতুল্লায় যুবদলের মিছিল

সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও তফসিল বাতিলের দাবিতে বিএনপির ডাকা ২য় দফায় ৪৮ঘন্টা হরতালের প্রথম দিনে ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরীর নির্দেশনায় বিক্ষোভ মিছিল করেছে ফতুল্লা থানা যুবদলের নেতা-কর্মীরা।


 

রোববার (১৯ নভেম্বর) ভোর সকাল ছয়টার দিকে জালকুড়ি-দেলপাড়া সড়কে  এ মিছিল হয়। মিছিলকারীরা ঢাকা-নারায়নগঞ্জ লিংক রোডে উঠতে চাইলে পুলিশ ধাওয়া দিয়ে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়।

 

ফতুল্লা থানা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক আব্দুল খালেক টিপুর  নেতৃত্বে মিছিলে বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নেয়। মিছিল থেকে হরতালের সমর্থনে ও তফসিল বাতিল চেয়ে নানা শ্লোগান দেন নেতাকর্মীরা।

সম্পর্কিত বিষয়: