
বন্দরে চোর সন্দেহে ইসমাইল (২২) ও শরিফ (২৩) দুই যুবককে আটক করে পুলিশে সোর্পদ করেছে স্থানীয় জনতা ।
রোববার (২৬ নভেম্বর) দুপুরে বন্দর উপজেলার কুড়িপাড়া এলাকা থেকে এদেরকে আটক করে পুলিশে সোর্পদ করা হয়।
এর আগে রোববার (২৬ নভেম্বর) গভীর রাতে বন্দর উপজেলার কুড়িপাড়া এলাকা থেকে এদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলো৷ বন্দর উপজেলার ধামগর ইউনিয়নের নয়ামাটি এলাকার নাসির উদ্দিন মিয়ার ছেলে ইসমাইল ও বন্দর থানার লালখারবাগ এলাকার মৃত শহীদ মিয়ার ছেলে শরীফ (২৩)। পুলিশ আটককৃত চোরদের রোববার দুপুরে পুলিশ আইনের ১৫১ ধারায় আদালতে প্রেরণ করেছে। এলাকাবাসী সূত্রে জানাগেছে, আটকৃত চোরেরা দীর্ঘদিন ধরে বন্দরে বিভিন্ন এলাকায় অবাধ চুরি করে আসছিল। রোববার রাতে চুরি প্রস্তুতিকালে তাদেরকে হাতেনাতে আটক করা হয়।