নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

০৯ মে ২০২৫

সিদ্ধিরগঞ্জে ‘টাপেন্টাডল` নামক মাদকসহ গ্রেপ্তার ৩

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৫:৪১, ২৭ নভেম্বর ২০২৩

সিদ্ধিরগঞ্জে ‘টাপেন্টাডল` নামক মাদকসহ গ্রেপ্তার ৩

নারায়নগঞ্জ জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে 

ভারত থেকে আসা ৬৪ লাখ টাকা মূল্যমানের নেশা জাতীয় নিষিদ্ধ  ‘টাপেন্টাডল’ নামক মাদকের চালান জব্দ করেছে।  নিষিদ্ধ এই মাদক জব্দের সময় তিন মাদক ব্যবসায়ীকেও গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- নারায়নগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার সানারপাড়ের মো. জাকির কাজির পুত্র বাদশাহ (২৬), একই এলাকার মো. নুরুল হকের পুত্র মো. ইব্রাহিম (৩৪) ও মো. আইয়ুব আলীর পুত্র মো. মিজান (৩১)।

সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ফজলুল হক খান। 

এরআগে রোববার বিকেলে জেলার সিদ্ধিরগঞ্জ থানার পূর্ব সাহেব পাড়ার জিলানী সুপার মার্কেটের পশ্চিমে একটি গোডাউনে অভিযান চালিয়ে  চালিয়ে এ মাদক উদ্ধার করে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর।

জেলা অধিদপ্তরের পরিদর্শক ফজলুল হক জানান, উদ্ধারকৃত "টাপেন্টাডল" ট্যাবলেট ইয়াবা ও হেরোইনের চাইতেও ভয়াবহ মাদক। ভয়াবহ মাদক  ইয়াবা ট্যাবলেট ও হেরোইনের বিকল্প হিসেবে মাদকসেবীরা ব্যথানাশক ট্যাবলেট তৈরির মূল উপাদান ‘টাপেন্টাডল’ ব্যবহার করছে। এমন তথ্য জানার পর ২০২০ সালে ট্যাবলেটটিকে মাদকদ্রব্য হিসেবে ঘোষণা করে সরকার। এই মাদক সরবরাহে সারাদেশ জুড়ে গড়ে উঠেছে বৃহত্তর সিন্ডিকেট। 

এই সিন্ডিকেট  পার্শ্ববর্তী দেশ ভারত থেকে আমদানি করে তা প্রথমে কুমিল্লাতে মজুত করে। পরে সেখান থেকে এই সিন্ডিকেটের সদস্যরা কোরিয়ার সার্ভিসের মাধ্যমে ঢাকা-নারায়নগঞ্জ সহ দেশের বিভন্ন স্থানে সরবরাহ করে থাকে। 

নারায়নগঞ্জেও এমন একটি সিন্ডিকেট রয়েছে। গ্রেফতারকৃতরা সেই সিন্ডিকের সদস্য। 

তিনি আরও জানান, মাদক উদ্ধারের ঘটনায় সিদ্ধিরগঞ্জ  মামলা দায়ের করা হয়েছে এবং ওই তিন মাদক ব্যবসায়ীকে থানায় সোপর্দ করা হয়েছে।