
বন্দরে অপহরন ঘটনার দীর্ঘ ১৬ দিন পর স্কুল ছাত্রী হালিমা আক্তার (১৫)কে উদ্ধার করেছে কামতাল তদন্ত কেন্দ্র পুলিশ। ওই সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে গেছে অপহরণকারী রাজিবসহ তার সহযোগিরা।
শনিবার (২ ডিসেম্বর) বিকেলে বন্দর থানার লালখারবাগ এলাকায় অভিযান চালিয়ে ওই স্কুল ছাত্রীকে উদ্ধার করা হয়।
অপহৃত স্কুল ছাত্রী হালিমা আক্তার বন্দর উপজেলার মুসাপুর এলাকার জসিম উদ্দিন মিয়ার মেয়ে। এর আগে গত ১৫ নভেম্বর বেলা সাড়ে ১১ টায় বন্দর থানার কুড়িপাড়া উচ্চ বিদ্যালয় সামনে এই অপহরণের ঘটনা ঘটে। এ ব্যাপারে অপরিচিত স্কুল ছাত্রীর মা মিনু বেগম বাদী হয়ে অপহরণকারী রাজিব পিতা আনারুল ও ফারুককে আসামি করে বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন আদালতে এ মামলা দায়ের করেন।
এ ব্যাপারে কামতাল তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক আল ইসলাম জানায়, বন্দর উপজেলার মুসাপুর ইউনিয়নের জসীমউদ্দীনের মেয়ে হালিমা আক্তার কুড়িপাড়া উচ্চ বিদ্যালয় নবম শ্রেণীতে লেখাপড়া করে আসছে। হালিমা স্কুলে যাওয়া আসার পথে বন্দর উপজেলার পশ্চিম কেওঢালা এলাকার আনারুল মিয়ার ছেলে রাজিব দীর্ঘদিন ধরে উল্লেখিত স্কুল ছাত্রীকে প্রেমের প্রস্তাব বিয়ে উতাক্তসহ পথরোধ করে প্রতিবন্ধকতা সৃষ্টি করে আসছিল। গত ১৫ নভেম্বর বেলা সাড়ে ১১টায় রাজিব ও তার পিতা আনারুল ও ফারুক কুড়িপাড়া স্কুলের সামনে থেকে জোর পূর্বক ভাবে সিএনজি যোগে অপহরন করে নিয়ে যায়।এ রিপোর্ট লেখা পর্যন্ত ভিকটিম থানা পুলিশের হেফাজতে রয়েছে।