নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

০৪ মে ২০২৪

বন্দর উপজেলার ধর্মীয় শিক্ষকবৃন্দের উদ্যোগে নৌ ভ্রমণ

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২১:১৫, ২৮ জানুয়ারি ২০২৪

বন্দর উপজেলার ধর্মীয় শিক্ষকবৃন্দের উদ্যোগে নৌ ভ্রমণ

বন্দর উপজেলার মাধ্যমিক পর্যায় স্কুলের ধর্মীয় শিক্ষকদের উদ্যোগে  চর কিশোরগঞ্জ  ( সোনারগাঁও, নারায়ণগঞ্জ)  নৌ- ভ্রমণের  আয়োজন করা হয়েছে।

গত শনিবার  (২৭ জানুয়ারী)  নৌ ভ্রমনের পুরোটা সময় জুড়ে কোরআন হাদীসের আলোকে  বিভিন্ন নসিহত মূলক বক্তব্য, কোরআন তেলাওয়াত, ইসলামী গজল, কবিতা আবৃত্তি ও  বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়।

আলেম সমাজের জন্য এমন বিনোদন মূলক সম্মিলিত  ভ্রমণের প্রয়োজনীয়তা  ব্যাখ্যা করে  বক্তব্য রাখেন  বন্দর উপজেলার ইসলাম ধর্মের শিক্ষক  সংগঠনের সম্মানিত সভাপতি মুফতী বশীর আহমদ (সরকারি হাজী ইব্রাহিম আলম চাঁন স্কুল এন্ড কলেজ) ।  

বক্তব্যের শুরুতে তিনি সুরা আন কাবূতের একটি আয়াত তেলাওয়াত করে বলেন, " হে নবী আপনি বলুন, ‘তোমরা জমিনে ভ্রমণ কর, অতঃপর দেখ’ কীভাবে তিনি (আল্লাহ) সৃষ্টির সূচনা করেছিলেন, তারপর আল্লাহই আরেকবার সৃষ্টি করবেন।

নিশ্চয় আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাবান"।  তিনি আরো বলেন, এই আয়াত দ্বারা বুঝা যায়, পৃথিবীতে  ভ্রমণ করা মুমিনদের জন্য এক প্রকার ইবাদত স্বরূপ। কেননা এর মাধ্যমে মহান আল্লাহ তায়ালার  সৃষ্টি ও তার  নিদর্শন  সম্পর্কে একজন মুমিন জ্ঞান অর্জন করতে পারে এবং মহান আল্লাহর সৃষ্টি দেখে তার ইমান সুদৃঢ় হয়।

তিনি বলেন, আলেম সমাজের ঐকবদ্ধ মাধ্যমে সমাজ হতে যাবতীয় অনাচার এবং সমাজে প্রচলিত  ধর্মীয় বিভেদও দূর করা সম্ভব হবে। পরবর্তী দিন গুলোতে বন্দর উপজেলার ধর্মীয় শিক্ষকদের মাধ্যমে বৃহৎ আকারে  সামাজিক কল্যাণ মূলক  কাজ করার ব্যাপারেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

উক্ত  নৌ ভ্রমণে উপস্থিত ছিলেন, বন্দর উপজেলার ইসলাম ধর্মের প্রশিক্ষক মওলানা আমির হোসেন ও মওলানা জাহাঙ্গীর আলম।এছাড়া উপস্হিত ছিলেন দেশ বরেন্য আলেমে দ্বীন ও বিশিষ্ট ইসলামী বক্তা মওলানা মোহাম্মদ আব্দুল লতিফ খান।
 

সম্পর্কিত বিষয়: