নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

০৪ মে ২০২৪

বন্দরে ইন্টারনেট সরমঞ্জাম চুরি মামলায় গ্রেপ্তার ৭

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২০:৫০, ১৫ মার্চ ২০২৪

বন্দরে ইন্টারনেট সরমঞ্জাম চুরি মামলায় গ্রেপ্তার ৭

বন্দরে ইন্টারনেট সরমঞ্জাম চুরি করে পালানোর সময় ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।গ্রেপ্তারকৃতদের শুক্রবার (১৫ মার্চ) দুপুরে উল্লেখিত মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে । এর আগে বৃহস্পতিবার (১৪ মার্চ) রাতে বন্দরে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।

গত বুধবার (১৩ মার্চ) রাত পৌনে ১২টায় বন্দর রুপালী আবাসিক এলাকার জন্ডিস গলি জনৈক আলম মিয়ার বিল্ডিংয়ের সামনে এ  চুরি ঘটনাটি ঘটে। এ ব্যাপারে ইন্টারনেট ব্যবসায়ী হাবিবুর রহমান গত বৃহস্পতিবার  বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ্য করে  ও আরো ৫/৬ জনকে অজ্ঞাত নামা আসামী করে বন্দর থানায় এ মামলা দায়ের করেন। যার মামলা নং-১৯(৩)২৪ ধারা ৩৭৯/ ৪১১  পেনাল কোড -১৮৬০।

গ্রেপ্তারকৃতরা হলো বন্দর থানার সোনাকান্দা পানির ট্যাংকি এলাকার ফজল মিয়ার ছেলে রাকিব (৩৫) বন্দর আমিন আবাসিক এলাকার মৃত আবুল কাশেম মিয়ার ছেলে ইমন (২৪) সোনাকান্দা এনায়েতনগর এলাকার নারায়ণের ছেলে সঞ্জয় (২১) বন্দর রুপালী আবাসিক এলাকার আব্দুল কুদ্দুস মিয়ার ছেলে সজল (২৪) মদনগঞ্জ শান্তিনগর এলাকার মৃত দুলাল মিয়ার ছেলে হানিফ ওরফে মেয়র হানিফ (৪০) নবীগঞ্জ ইসলামবাগ এলাকার মৃত ওমর হোসেনের ছেলে হৃদয় (১৯)একই এলাকার ইব্রাহিম মিয়ার ছেলে আসিব (১৯)।

জানাগেছে, বন্দর থানার শাহীমসজিদ এলাকার এম এ বাতেন মিয়ার ছেলে হাবিবুর রহমান মিয়া দীর্ঘ দিন ধরে বন্দরে রুপালী আবাসিক এলাকাসহ বিভিন্ন এলাকায় ইন্টারনেট ব্যবসা চালিয়ে আসছে। গত বুধবার রাত পৌনে ১২ টায় বন্দর রুপালী আবাসিক এলাকার স্থানীয় জনতা চুরি প্রস্তুতি কালে ৪ পিছ অনু ইন্টারনেট ডিভাইস, ৪ পিছ নেটওয়ার্ক  সুইচসহ  ইমন, সঞ্জয়, সজলকে আটক করে।

এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হলে পুলিশ মামলা দায়েরের রাতে থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে হানিফ,আমির,হৃদয় ও আসিবকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।