
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার উদ্যােগে ৭ মার্চ শুক্রবার দুপুরে ফতুল্লা লালপুর এলাকায় শ্রমজীবী মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
ইফতার সামগ্রী বিতরন কালে প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ মহানগরী আমীর মাওলানা মুহাম্মদ আবদুুল জব্বার বলেন শ্রমজীবি মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতির বাস্তবায়ন অনিবার্য। তিনি আরো বলেন দেশে কুরআনের আইন বাস্তবায়ন হলে সমাজে আর কোন ধরনের গরীব থাকবেনা।
তাই আসুন কুরআনের আইন বাস্তবায়ন করতে সৎ যোগ্য ব্যক্তিকে সমাজ বিনির্মানের জন্য নির্বাচিত করি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রেীয় দপ্তর সম্পাদক নুরুল আমিন। জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আবু সাঈদ মুন্না।
শ্রমিক কল্যাণ ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা সভাপতি আবদুল মান্নানের সভাপতিত্বে সেক্রেটারি মুহাম্মদ রিদওয়ানুল আজিমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ওয়ার্ডের মেম্বার মইনুদ্দিন, এলাকার বিশিষ্ট ডাক্তার ফজলুল হক মানিক, ফতুল্লা দক্ষিণ শ্রমিক কল্যাণ সভাপতি আজিজুদ্দিন বাবুল প্রমূখ।