
বজ্র কন্ঠে আওয়াজ তুলুন ‘বীর বাঙালী ঐক্য গড়ো, বাংলাদেশ রক্ষা করো’ এই শ্লোগানে বাংলাদেশ ও স্বাধীনতা বিরোধী দেশী-বিদেশী ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ-৪ আসনের আওয়ামী লীগের প্রভাবশালী এমপি একেএম শামীম ওসমানের ডাকা জনসমাবেশে অংশগ্রহন করেছে সিদ্ধিরগঞ্জের নাসিক ৫নং ওয়ার্ড আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। নারায়ণগঞ্জের ইতিহাসের সর্বকালের সর্ব বৃহৎ জনসমাবেশ অনুষ্ঠিত হয়।
সিদ্ধিরগঞ্জের নাসিক ৫নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা হাজ্বী মিজানুর রহমান দিপু নেতাকর্মীদের নিয়ে ৫নং ওয়ার্ড কার্যালয়ের সামনে থেকে একত্রিত হয়ে অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সাথে অন্যান্য নেতৃবৃন্দসহ মিছিল নিয়ে জনসমাবেশে অংশগ্রহন করেন।
শনিবার (১৬ সেপ্টেম্বর) বিকেল তিনটায় নারায়ণগঞ্জ শহরের ২নং রেল গেইট এলাকায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এ জনসমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা আলাদা আলাদা মিছিল নিয়ে অংশ্রগ্রহন করে জনসমুদ্রে পরিণত হয়েছে।