সোনারগাঁ উপজেলায় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির অভিযানে ৪০০টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ সময় একটি অবৈধ চুনা কারখানাও গুড়িয়ে দেওয়া হয়।
সোমবার(২৭অক্টোবর) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার পিরোজপুর ইউনিয়নের মেঘনা নিউ টাউন গঙ্গানগর এলাকায় মোবাইল কোর্টের উপস্থিতিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সৈকত রায়হান এবং তিতাস গ্যাস সোনারগাঁ জোনের ব্যবস্থাপক প্রকৌশলী রবিউল আওয়াল।
অভিযানে আরও অংশ নেন তিতাসের সহকারী প্রকৌশলী অনিক ও সালাউদ্দিনসহ বিপুল সংখ্যক পুলিশ সদস্য। ফায়ার সার্ভিসের সহায়তায় পানি ছিটিয়ে চুনা ভাটির কাঁচামাল নষ্ট করা হয় এবং পরে এক্সকাভেটরের সাহায্যে পুরো কারখানাটি গুড়িয়ে দেওয়া হয়।
তিতাস গ্যাস সোনারগাঁ জোনের ব্যবস্থাপক প্রকৌশলী রবিউল আওয়াল জানান, সোনারগাঁ এলাকায় অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। যেখানেই অবৈধ সংযোগ পাওয়া যাবে, সেখানেই অভিযান চালানো হবে বলে জানান তাঁরা।


































