নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

সোমবার,

২৭ অক্টোবর ২০২৫

নারায়ণগঞ্জে মেট্রোরেল সম্প্রসারণের দাবি যৌক্তিক : রেলওয়ে সচিব

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৯:১৯, ২৭ অক্টোবর ২০২৫

নারায়ণগঞ্জে মেট্রোরেল সম্প্রসারণের দাবি যৌক্তিক : রেলওয়ে সচিব

নারায়ণগঞ্জে মেট্রোরেল সম্প্রসারণের দাবি যৌক্তিক বলে মন্তব্য করেছেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম।

সোমবার (২৭ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নারায়ণগঞ্জ জেলা রেলওয়ের গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

এসময় সচিব বলেন, “মেট্রোরেল এরকম স্যাটেলাইট শহর বা ঢাকার পার্শ্ববর্তী জেলা নারায়ণগঞ্জে বাস্তবায়নের দাবি একেবারেই যৌক্তিক। বিদেশের বহু শহরে রাজধানীর পাশে অবস্থিত শহরগুলোতেও মেট্রোরেল সংযোগ রয়েছে। কাজেই নারায়ণগঞ্জে মেট্রোরেল নিয়ে দাবি যথাযথ।”

তবে বিষয়টি সরাসরি রেলপথ মন্ত্রণালয়ের হাতে নেই জানিয়ে তিনি বলেন, “মেট্রোরেল প্রকল্প বর্তমানে সড়ক ও মহাসড়ক পরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন।

আমি এসেছি আপনাদের কথা শুনতে ও দাবি সংশ্লিষ্ট ফোরামে পৌঁছে দিতে। মেট্রোরেল কর্তৃপক্ষ ও আমাদের উপদেষ্টার কাছেও আপনাদের আকুতি তুলে ধরব।”

তিনি আরও জানান, “বর্তমানে নারায়ণগঞ্জে আট জোড়া ট্রেন চলছে। অতিরিক্ত প্রকল্প বাস্তবায়নে আরও এক থেকে দুই বছর সময় লাগবে। তবে শহর ও বন্দরের যাতায়াত সুবিধা বিবেচনায় রেখে ট্রেন পরিচালনার পরিকল্পনা করা হচ্ছে।”

সভায় রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন বলেন, রেলওয়ের জায়গা দখল করে গড়ে ওঠা স্থানীয় ও অস্থায়ী দোকানপাটের তালিকা তৈরি করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন, সচিব মো. নূর কুতুবুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. সোহেল রানা, আমরা নারায়ণগঞ্জবাসীর সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুর উদ্দিন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব এডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, জামায়াতে ইসলামী মহানগরের সাবেক আমীর মাওলানা মঈনুদ্দিন আহমাদ, বর্তমান আমীর মাওলানা আবদুল জব্বার, ইসলামী আন্দোলন মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ প্রমুখ।

সম্পর্কিত বিষয়: