বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেন, বর্তমানে সারাদেশে ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। নারায়ণগঞ্জেও এর প্রভাব উদ্বেগজনক মাত্রায় পৌঁছেছে।
খোঁজ নিয়ে জানতে পারি, সরকারি হাসপাতালে ডেঙ্গু পরীক্ষার কিটের অভাব রয়েছে। সেই প্রেক্ষিতে আমাদের দলীয় উদ্যোগে এবং তারেক রহমানের নির্দেশে আমরা এই কিট প্রদান করেছি। এ কার্যক্রম আমাদের চলমান থাকবে।"
রবিবার (২৬ অক্টোবর) দুপুরে খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ডেঙ্গু পরীক্ষার কিট প্রদানের সময় তিনি এসব কথা বলেন। পরে তিনি হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. আবুল বাসারের হাতে কিটগুলো তুলে দেন।
এ সময় তিনি নারায়ণগঞ্জের মানুষের পাশে থাকা তাদের দায়িত্ব বলে উল্লেখ করে বলেন, বিত্তবানদেরও এগিয়ে আসার আহ্বান জানান। তিনি আশা প্রকাশ করেন, সবাই এগিয়ে এলে জনগণ আরও ভালোভাবে সেবা পাবে।
হাসপাতালটিকে একটি পূর্ণাঙ্গ প্রতিষ্ঠানে পরিণত করার প্রত্যাশা ব্যক্ত করে মামুন মাহমুদ বলেন, ভবিষ্যতে আমাদের দল যদি সরকার গঠন করতে পারে, তাহলে এই হাসপাতালকে মেডিকেল কলেজে রূপান্তরের উদ্যোগ নেওয়া হবে।"
কিট প্রদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য রিয়াজুল ইসলাম রিয়াজ, সাবেক জেলা বিএনপির প্রচার সম্পাদক নজরুল ইসলাম বাবুল সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।


































