নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানিয়ে বলেন, আগামী নির্বাচনে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান যাকেই মনোনয়ন দিবেন তার পক্ষেই মহানগর যুবদলের প্রতিটি নেতাকর্মীরা কাজ করবে।
সোমবার ( ২৭ অক্টোবর) বিকেল চারটায় শহরের খানপুর হাসপাতাল রোডে মহানগর যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মহানগর যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি পূর্বে সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথাগুলো বলেন।
তিনি আরও বলেন, রাষ্ট্র সংস্কারের ৩১ দফা ঘোষণা করেছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
আমরা মহানগর যুবদলের নেতাকর্মীরা মানুষের ধার ধারে গিয়ে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ৩১ দফার বার্তা ও সালাম পৌঁছে দিতে হবে। আমরা কেউ নেতা নই, আমরা সবাই বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের কর্মী।
দল থেকে যাকেই মনোনয়ন দেয়া হয়, আমরা সবাই তার পক্ষে কাজ করব। নেতা নয়, আমাদের উদ্দেশ্য এবং লক্ষ্য হলো আগামী নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করা।
নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজলের সভাপতিত্বে ও সদস্য সচিব সাহেদ আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান, প্রধান বক্তা সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, বিশেষ অতিথি বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মাসুদুজ্জামান মাসুদ, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-সভাপতি গোলাম মোস্তফা সাগর। এছাড়াও মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।


































