নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

সোমবার,

২৭ অক্টোবর ২০২৫

আবর্জনার ভাগাড় পরিষ্কার,  মশক নিধন ঔষধ প্রয়োগ

শিল্পপতি বাবুলের উদ্যোগে খানপুর ৩০০ শয্যা হাসপাতালে ফুল ও ফলজ বৃক্ষ রোপন

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২২:০৬, ২৬ অক্টোবর ২০২৫

শিল্পপতি বাবুলের উদ্যোগে খানপুর ৩০০ শয্যা হাসপাতালে ফুল ও ফলজ বৃক্ষ রোপন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট শিল্পপতি আবু জাফর আহমেদ বাবুলের পক্ষে তার ছোট ভাই প্রাইম ওয়াশিং প্লান্টের ব্যবস্থাপনা পরিচালক জহির আহমেদ সোহেল রবিবার (২৬ অক্টোবর) নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে বৃক্ষ রোপণ করেন।

সেই সাথে পরিবেশ সুরক্ষায় নিজস্ব কর্মী দিয়ে জলাবদ্ধতা নিরসনে ড্রেন ও হাসপাতালের পূর্ব দিকে আবর্জনার ভাগাড় পরিষ্কার এবং ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ ও মশক নিধন ঔষধ প্রয়োগ করেছেন।

হাসপাতালের লোকবল সংকটের কারণে বহুদিন থেকেই পরিচ্ছন্নতা কার্যক্রম ঠিকমত চালানো সম্ভব হচ্ছিল না। যার কারণে পানি নিষ্কাশন বাধাপ্রাপ্ত হয়ে হাসপাতালের আশেপাশে তৈরি হচ্ছিল জলাবদ্ধতা যাতে জন্মাত ডেঙ্গুর লার্ভা। এছাড়া ময়লার ভাগাড়ের কারণে চারপাশে ছড়াচ্ছিল দুর্গন্ধ। 

পরিস্কার পরিচ্ছন্নতায় আবু জাফর আহমেদ বাবুলের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ৩০০ শয্যা হাসপাতালের সুপার ডাঃ আবুল বাশার। তিনি বলেন, ‘আবু জাফর আহমেদ বাবুল ভাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি এই উদ্যোগের জন্য।‘ সবাইকে এমন সামাজিক কাজে সম্পৃক্ত হবার আহ্বান করেন তিনি। 

এসময় জহির আহমেদ সোহেল বলেন, সমাজের প্রতি আমাদের দ্বায়বদ্ধতা থেকে হাসপাতালের জীববৈচিত্র্য পুনরুদ্ধারে বৃক্ষ রোপণ, জলাবদ্ধতা নিরসনে অপরিচ্ছন্ন ড্রেন পরিষ্কার করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া ধুলোবালি, বায়ু দূষণ, পরিবেশ সুরক্ষা এবং পরিচ্ছন্নতার বিষয়টি বিবেচনায় নিয়ে আমাদের নিজস্ব কর্মী দিয়ে পরিস্কার পরিচ্ছন্নতার কাজ করছি।

ডেঙ্গু প্রতিরোধে চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনদের মাঝে লিফলেট বিতরণ করা সহ ফগার মেশিন দিয়ে ঔষধ ছিটানো হচ্ছে। হাসপাতালের সৌন্দর্য বর্ধনে ও পরিবেশ সুরক্ষায় আমাদের এ কার্যক্রম অব্যহত থাকবে।

এ সময় আরো উপস্থিত ছিলেন, শিশু কনসালটেন্ট ডা. আমির উল মুলক, মেডিকেল অফিসার ডা. পঙ্কজ কুমার নাহা, এনএসথেসিয়া কনসালটেন্ট ডা. কাছেদুর রহমান প্রমুখ।