নারায়ণগঞ্জ আদালতপাড়ায় বিচারপ্রার্থী ও তার পরিবারের সদস্যদের উপর হামলা চালিয়েছে জুনিয়র কয়েকজন আইনজীবী। রোববার দুপুরে আদালতপাড়ায় ওই ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এদিকে হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। হামলায় আহত রাজিয়া সুলতানা ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। এতে সাখাওয়াত হোসেন খান, ইসমাইল, হিরণ, শাহআলম, টিটু, রাসেল বেপারী সহ ১২ জনকে অজ্ঞাত বিবাদী করা হয়েছে।
সুলতানা অভিযোগ করেন, জনৈক ইসমাইলের কাছে তার স্বামী ২৫ লক্ষ টাকা পায়। গত এক বছর যাবৎ তারা টাকা না দিয়ে টালবাহানা করছে। এ ঘটনায় তারা একটি মামলা দায়ের করেন আদালতে। আজ রোববার আদালতে মামলার শুনানি ছিল।
তিনি ও তার স্বামী ইরফান মিয়া আদালতের ভেতরে পৌছালে বিবাদীরা তাকে ও তার স্বামীর ওপর হামরা চালায়। এরোপাথারী মারধর করে রক্তাক্ত জখম করে। এসময় মা-বাবাকে রক্ষায় ছেলে জিদান (১৭) ও আব্দুল্লা (৫) এগিয়ে গেলে তাদেরও মারধর করা হয়।
এ বিষয়ে ফতুল্লা থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, আমরা অভিযোগটি পেয়েছি। তদন্ত শেষে পরবর্তী ব্যাবস্থা নেয়া হবে।


































