নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

০৯ মে ২০২৫

তফসিল প্রত্যাখ্যান করে ফতুল্লায় যুবদল-স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিল

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২১:৪৯, ১৫ নভেম্বর ২০২৩

তফসিল প্রত্যাখ্যান করে ফতুল্লায় যুবদল-স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিল

জাতীয় সংসদ নির্বাচনের তফসিল প্রত্যাখ্যান করে তা বাতিলের দাবিতে ও অবরোধের সমর্থনে মশাল মিছিল করেছে নারায়ণগঞ্জের ফতুল্লায় জেলা যুবদল ও ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

বুধবার (১৫ নভেম্বর) রাতে ফতুল্লায় ঢাকা নারায়ণগঞ্জ পুরাতন সড়কের পঞ্চবটীতে ডালডা মিলের সামনে থেকে শুরু হয়ে পঞ্চবটী মোড় এলাকায় এসে মিছিলটি সমাপ্ত হয়।  

জেলা যুবদলের মিছিলে জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনির নেতৃত্বে কয়েকশ নেতাকর্মী মশাল হাতে অংশ নেয়। এসময় তফসিলকে অবৈধ ঘোষণা করে তা বাতিলের দাবিতে নানা শ্লোগান দেন সংগঠনটির নেতাকর্মীরা।

 

জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি জানান, আমরা মিছিল করেছি অবৈধ এই তফসিল প্রত্যাখ্যান করে তা বাতিলের দাবিতে। আমরা এই তফসিল বাতিল দাবি করেছি। আমাদের চলমান আন্দোলনের সফলের দ্বারপ্রান্তে আমরা। দ্রুত আমরা সফলতা নিয়ে ঘরে ফিরব।

অপর দিকে ফতুল্লার বিসিক সড়কে তফসিল প্রত্যাখ্যান করে বাতিলের দাবিতে মশাল মিছিল করেছে থানা স্বেচ্ছাসেবক দল। রাতে ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাসেল মাহমুদের নেতৃত্বে এ মিছিল করে নেতাকর্মীরা। 

 

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম জানান, এরকম একটি মিছিলের কথা শুনেছি। কিছু লোকজন ঝটিকা মিছিল করে চলে গেছে।

সম্পর্কিত বিষয়: