
দীর্ঘদিন লন্ডনে চিকিৎসা শেষে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া দেশে প্রত্যাবর্তন করেছেন।
বিমানবন্দর থেকে গুলশানের বাসভবনে যাওয়ার পথে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের নেতৃত্বে অভ্যর্থনা জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
মঙ্গলবার (৬ মে ) সকাল থেকেই জেলা বিএনপি'র বিভিন্ন ইউনিট বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জাতীয় ও দলীয় পতাকা হাতে নিয়ে ব্যানার ফেস্টুনে সুসজ্জিত কুড়িল বিশ্বরোডের সামনে সমবেত হয়।
পরে দুপুর দিকে বেগম খালেদা জিয়ার গাড়িবহর আসলে তাকে অভ্যর্থনা জানান মামুন মাহমুদের নেতৃত্বে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
এসময়ে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজিব, যুগ্ম আহ্বায়ক শরীফ আহমেদ টুটুল, জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক নাসির উদ্দিন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রিয়াদ মোহাম্মদ চৌধুরী, জুয়েল আহমেদ, শহীদুল ইসলাম টিটু, মোশারফ হোসেন, এড. মাহফুজুর রহমান হুমায়ূন, রহিমা শরীফ মায়া, জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান সাদেক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম সজিব,জেলা শ্রমিকদলের সভাপতি মন্টু মেম্বার, সাধারণ সম্পাদক মজিবুর রহমানসহ জেলা বিএনপি'র আওতাধীন বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ ।