নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

১১ নভেম্বর ২০২৫

ইসলামী আন্দোলন বাংলাদেশ’র জরুরি সভা অনুষ্ঠিত 

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২২:০৬, ২১ জুন ২০২৫

ইসলামী আন্দোলন বাংলাদেশ’র জরুরি সভা অনুষ্ঠিত 

ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ বলেছেন, আগামী ২৮ তারিখের মহাসমাবেশ সফল করার জন্য নেতাকর্মীরা নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। ঢাকার বুকে গণজাগরণ তৈরি করতে সারাদেশ থেকে নেতাকর্মীর আসার জন্য সার্বিক প্রস্তুতি সম্পন্ন করছে।

 প্রয়োজনীয় রাষ্ট্রসংস্কার, গণহত্যার বিচার, সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে এবং দেশ ও ইসলামবিরোধী সকল ষড়যন্ত্র ও চক্রান্তের প্রতিবাদে অনুষ্ঠিত হতে যাচ্ছে মহাসমাবেশ।

মহাসমাবেশ সফলের লক্ষ্যে আজ বাদ আসর ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর এর উদ্যোগে জরুরী সভায় সভাপতি বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জরুরী সভায় আরো উপস্থিত ছিলেন নগর সেক্রেটারি মোঃ সুলতান মাহমুদ, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আলহাজ্ব হাসান আলী, অর্থ সম্পাদক মোঃ ইসমাইল, সিদ্ধিরগঞ্জ থানা দক্ষিণের সভাপতি মোঃ সোহেল প্রধানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
 

সম্পর্কিত বিষয়: