নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

১৩ মে ২০২৫

কিশোর-তরুণদের মাঠমুখী করুন : মেয়র আইভী

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:০৩:২৫, ৬ ফেব্রুয়ারি ২০২৩

কিশোর-তরুণদের মাঠমুখী করুন : মেয়র আইভী

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, কিশোর-তরুণদের মাদকমুক্ত রাখতে নিয়মিত খেলাধুলার বিকল্প নাই। মাদক থেকে দুরে রাখতে তাদের মাঠমুখীূ করুন। কে জিতেছে, কে হেরেছে তা বিষয় না।

 

সকলেই উপভোগ করেছে এবং প্রতিটা খেলোয়ারই মোটামুটি ৫০ এর উপরে বয়স। প্রাক্তন খেলোয়ার হিসাকে খুব ভালো খেলেছেন। খেলাধুলার মান অব্যাহত থাকুক, সকলের জন্য শুভ কামনা করছি। 


রবিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে দেওভোগ শেখ রাসেল নগর পার্ক মাঠে বঙ্গসাথী ক্লাব এর আয়োজনে ইন্টারন্যাশনাল ফ্রেন্ডশিপ ফুটবল ম্যাচের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ফ্রেন্ডশিপ ফুটবল ম্যাচে বঙ্গসাথী ক্লাব ৫-১ গোলে সোনালী অতিত ক্লাবকে হারিয়ে জয়লাভ করে।


এ সময় মেয়র আইভী আরও বলেন, খানপুরে আমাদের দুইটা মাঠ রয়েছে। বরফকল মাঠটি দখলের চেষ্টা করা হচ্ছে। মাঠটি যাতে রক্ষা করতে পারেন সেই উদ্যোগ স্থানীয়দের নিতে হবে। আলাউদ্দিন খান স্টেডিয়ামের মাঠ ঠিক রাখতে পারছি না। সময়সূচি ঠিক থাকতে হবে। ইতোমধ্যে ডিএসএস ক্লাব মাঠ করে দিয়েছি। সেখানে খেলা চলছে। নদীর ওপারেও অনেক মাঠ আছে। প্রাক্তন খেলোয়াড়রা যেন এইসব মাঠগুলোর ব্যাপারে যত্নশীল হোন সেই আশা করবো। 


বঙ্গসাথী ক্লাব এর প্রতিষ্ঠাতা সভাপতি ও মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক আহম্মদ আলী রেজা উজ্জ্বল এর  সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজ সেবক মনোয়ার হোসেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল কাদির, সোনালী অতিত কভেন্ট্রি ইংল্যান্ড এর চেয়ারম্যান লায়ন সিরাজ আলী, সোনালী অতিত ক্লাব  ইংল্যান্ড প্রেসিডেন্ট জামাল উদ্দিন, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহসান হাবীব,  সাংগঠনিক সম্পাদক জি এম আরফাত, নাসিক ১৪নং ওয়ার্ড কাউন্সিলর মনির হোসেন, ২১নং ওয়ার্ড কাউন্সিলর শাহীন মিয়া, ৭নং ওয়ার্ড কাউন্সিলর মো. মিজানুর রহমান খান রিপন সহ বঙ্গসাথী ক্লাব সংগঠন এর সদস্যবৃন্দ।