
নারায়ণগঞ্জ সদর উপজেলার ৬৬নং শাসনগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের মাঝে স্কুল সু, ক্রীড়া সামগ্রী ও গাছের চারা বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ জুলাই ২০২৫) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠান আয়োজন করে নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, “তোমরা যেভাবে নানা প্রতিকূলতা সত্ত্বেও মনোযোগ দিয়ে পড়াশোনা চালিয়ে যাচ্ছ, তা সত্যিই প্রশংসনীয়। তোমাদের নিষ্ঠা ও প্রচেষ্টাই হবে আগামীর বাংলাদেশ গঠনের মূল শক্তি। আমরা শুধু ভালো ছাত্র নয়, ভালো মানুষ হতে চাই।”
তিনি আরও বলেন, “শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা ও আচরণ গঠনের বিষয়টি আরও গুরুত্ব দিয়ে দেখার দায়িত্ব আমাদের শিক্ষকদের। তোমরা যে আদর্শে বড় হচ্ছো, ভবিষ্যতে সেই আদর্শই সমাজে ছড়িয়ে পড়বে। তাই শিক্ষকদের উচিত আদর্শ দিয়ে শিক্ষার্থীদের অনুপ্রাণিত করা।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাফর সাদিক চৌধুরী, উপজেলা শিক্ষা অফিসার মোসাম্মত জাহানারা খানম, সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আক্তার, সহকারী কমিশনার (ভূমি), সিদ্ধিরগঞ্জ সার্কেল দেবযানী কর, উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা ছবি রানী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক প্রতিটি শিক্ষার্থীর হাতে একটি করে স্কুল সু, ক্রীড়া সামগ্রী এবং একটি করে গাছের চারা তুলে দেন। পরে তিনি নিজ হাতে বিদ্যালয় মাঠে একটি সফেদার চারা রোপণ করেন, যা শিক্ষার্থীদের পরিবেশ সচেতনতা ও বৃক্ষরোপণের প্রতি উৎসাহ জোগাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।