
নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক মামুন মাহামুদ বলেন, আমরা কেউ নেতা নই। আমরা হলাম সেবক।
ঝড় বৃষ্টির সময়ও আমরা আসি আপনাদের খবর রাখি। শীতেও আপনাদের খবর রাখি। করোনার সময়ও আপনাদের পাশে এসে আমরা খোঁজ খবর রাখি। দেশে ডেঙ্গু মশার উপদ্রব হচ্ছে।
এই সময়ও আপনারা দেখবেন আমাদের লোকরা মশার ওষুধ ছিটাচ্ছে। মনে হয় যেন সিটি কর্পোরেশনের আমরা কর্মচারী। সিটি কর্পোরেশনের কর্মচারীর মত কাঁধে মেশিন নিয়ে আমরা আপনাদের বাড়ির আশেপাশে মশার ঔষুধ ছিটাচ্ছি।
কাজেই আমরা কেউ নেতা নই। আমরা কারা? আমরা এই এলাকার কিংবা আপনাদের ভাই কিংবা আপনাদের সেবক হিসেবে আমরা কাজ করি। আমরা সমাজের কাজ করি। আমরা সমাজসেবক।
আমরা জনগণের কাজ করি। আমরা জনগণের সেবক। কাজেই আমরা সবসময় আপনাদের পাশে থাকি। যতই বিপদ হয়েছে আমরা ছিলাম।
আমরা অনেক বিপদে ছিলাম গত ১৫ বছর। আমাদের দেখলেই গুলি করে। আমাদের দেখলেই ধরে নিয়ে যায়। আমাদের দেখলেই তাদের গা জ্বালা উঠে যায়। আমাদের দেখলেই মামলা দিতে মনে চায়। আমাদের দেখলেই জেলে নিয়ে ঢুকাইয়া রাখতে মনে চায়। এরকম একটা সময়।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ৮নং ওয়ার্ড এলাকায় এক উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে তিনি এ কথা বলেন ।
আপনারা দুই বছর আগের কথা যদি মনে করেন হয়তো মনে আছে অনেকের রোজা সময় ইফতার সামগ্রী ও ঈদের সময় ঈদ সামগ্রী দিয়ে গিয়েছি। শীতের সময় কম্বল দিতে এসেছি সুতরাং পালিয়ে থেকেছি জেলে থেকেছি বের হয়ে এসে ওই যে আমরা যে সেবক আবার আমরা জনগণের সেবার জন্য আপনাদের পাশে এসে দাঁড়িয়েছি।
গত ১৫ বছর সবচাইতে বড় যে কাজটি করেছি জীবন বাজি রেখেছি রক্ত দিয়েছি আমাদের অনেক ভাই পুলিশের গুলিতে নিহত হয়েছে আপনাদের ভোটের অধিকার আদায়ের দাবিতে আমরা রাজপথ ছাড়ি নাই সুতরাং সেটাও কিন্তু একটা অধিকার আদায়ের জন্য আপনাদের অধিকার আদায়ের জন্য আমরা কিন্তু লড়াই সংগ্রাম করেছি আমরা কোন কিছু হওয়ার জন্য নয়, এমপি হওয়ার জন্য নয়, মন্ত্রী হওয়ার জন্য নয়। আমরা জানতাম না যে আমরা বেঁচে থাকবো কিনা।
আমরা তারপরেও যেমন ৭১ এর মুক্তিযোদ্ধারা ওনারা এমপি মন্ত্রী হওয়ার জন্য নয়। উপদেষ্টা হওয়ার জন্য নয়। কিংবা এলাকার চেয়ারম্যান মেম্বার হওয়ার জন্য নয়। উনারা দেশকে ভালোবেসে দেশপ্রেমের চেতনায় উজ্জীবিত হয়ে উনারা কিন্তু ৭১ সালে মুক্তিযুদ্ধে গিয়েছে।
যাদের বয়স হয়েছে তারা হয়তো সেই স্মৃতি মনে করতে পারবেন। কিন্তু যাদের বয়স হয় নাই তারা হয়তো সেই মুক্তিযুদ্ধ দেখেন নাই। সেই দুঃসহ সময়ে যারা মুক্তিযুদ্ধে গিয়েছে তাদের মধ্যে কিন্তু কোন লোভ লালসা ছিল না।
তারা শুধু দেশকে ভালোবেসেছে। বাংলাদেশকে তারা স্বাধীন করার জন্য মুক্তিযুদ্ধে গিয়েছে। তেমনি করে গত ১৫ বছর আমরা কিন্তু কোন লোভ-লালসা নিয়ে আমরা কিন্তু রাজপথে যাই নাই। আন্দোলন সংগ্রাম করি নাই। আমরা শুধু দেশকে ভালোবাসি। আমরা আপনাদেরকে ভালোবাসি। আমরা এলাকার মানুষকে ভালোবাসি। আমরা আপনাদের সেবা করতে ভালোবাসি।
আর সেই কারণেই আমরা আপনাদের অধিকার আদায়ের জন্য আমরাও রাজপথেগিয়েছি। জীবন বাজি রেখেছি। জেলে গিয়েছি। জেল থেকে এসে আবার আপনাদের ভোটের অধিকার আদায় করার জন্য আবার সামনাসামনি মুখোমুখি হাসিনা আপনি চোর শেখ হাসিনা আপনি স্বৈরশাসক শেখ হাসিনা আপনি ফ্যাসিস্ট শেখ হসিনা ।
হাসিনার চোখে চোখ রেখে আমরা বলেছি আমরা তার চোখ রাঙানিকে ভয় পাই নাই সুতরাং আমরা নির্বিক আমরা অজেও আমরা দুর্ভে আমরা অজেও আমরা বিজয় ছিনিয়ে আনতে জানি আমরা ২৪ এ আমরা বিজয় ছিনিয়ে এনেছি।
আমরা কিন্তু ঘরে ফিরে যাই নাই যতক্ষণ পর্যন্ত হাসিনা পালিয়ে না গেছে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের ভাইয়েরা কেউ ঘরে ফিরে যাই নাই সুতরাং দাবি আদায়ের জন্য আপনাদের অধিকার আদায়ের জন্য আমরা সবসময় অবিচল ছিলাম বিগত দিনেও ছিলাম আজকেও আছি আগামী দিনেও থাকবো এমপি যেই হোক আমরা আপনাদের পাশে থাকবো।
এসময় এই উঠান বৈঠকে ৮নং ওয়ার্ডের বিএনপি দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন উঠান বৈঠক শেষে এলাকায় গণসংযোগ চালান।