
দেশব্যাপী প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ খেলাফত মজলিস নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের নেতৃবৃন্দ জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞার নিকট স্মারকলিপি প্রদান করে। রবিবার (১২ অক্টোবর) দুপুর ২টায় ৫ দফা দাবিতে স্মারকলিপি প্রদান করেন নেতৃবৃন্দ।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, জুলাই সনদ অবিলম্বে পূর্ণাঙ্গ বাস্তবায়ন, জাতীয় পার্টি ও ১৪ দলের রাজনীতি নিষিদ্ধকরণ, আগামী নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড তৈরী, জুলাই গণহত্যার বিচার দৃশ্যমান করা, জাতীয় সংসদে উচ্চকক্ষে পি আর পদ্ধতি বাস্তবায়ন করতে হবে। এই ৫ দফা দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়।
জেলার সভাপতি মাওলানা ওবায়দুল কাদের নদভী কাসেমী ও মহানগরের সভাপতি মাওলানা মামুনুর রশীদ এর নেতৃত্বে এসময় আরো উপস্থিত ছিলেন, মহানগরের সাধারণ সম্পাদক আল-আমিন রাকিব, সহ-সাধারন সম্পাদক মাওলানা রবিউল ইসলাম, জেলা সহ-সভাপতি মাওলানা ইউসুফ ফরিদী, জেলার সহ-সাধারন সম্পাদক মাওলানা শাহজাহান শিবলী, সাংগঠনিক সম্পাদক মাওলানা ফজলুর রহমান রাহমানি, জেলার অফিস সম্পাদক মাওলানা ইসলামুল হকসহ প্রমুখ।