নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

সোমবার,

১৩ অক্টোবর ২০২৫

ফতুল্লা প্রেসক্লাবে সভাপতি রহিম সেক্রেটারি মাসুম

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত:১৬:২৮, ১৩ অক্টোবর ২০২৫

ফতুল্লা প্রেসক্লাবে সভাপতি রহিম সেক্রেটারি মাসুম

নারায়ণগঞ্জের ফতুল্লা প্রেস ক্লাবের ১৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এতে আবদুর রহিমকে (দৈনিক শেয়ার বিজ ও দৈনিক সংবাদচর্চা ) সভাপতি এবং নিয়াজ মো. মাসুমকে(দৈনিক নয়া দিগন্ত) সাধারণ সম্পাদক করা হয়েছে।

 

সোমবার ( ১৩ অক্টোবর) দুপুরে ফতুল্লা প্রেস ক্লাবের হলরুমে ২০২৫-২৭ইং দুই বছর মেয়াদী এই কমিটি গঠন করা হয়। কমিটির সহ-সভাপতি হিসেবে সেলিম মুন্সি (দৈনিক ক্যাপিটাল বিউজ), পিয়ার চাঁন (দৈনিক সচেতন), যুগ্ম সম্পাদক আলামিন প্রধান (দৈনিক যুগান্তর), কোষাধ্যক্ষ শাকিল আহমেদ ডিয়েল (নারায়ণগঞ্জের খবর) ও সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন আ. আলিম লিটন (দৈনিক অগ্রবাণী)।

 

সেইসঙ্গে দপ্তর সম্পাদক এমএ সুমন ( দৈনিক ইয়াদ), প্রচার সম্পাদক মোঃ সেলিম হোসেন ( নারায়ণগঞ্জের খবর) ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ জসিমউদদীন (দৈনিক যায়যায়দিন) ।

 

এছাড়াও কার্যকরি সদস্য হয়েছেন রিয়াদ মো. চৌধুরী (আমাদের নারায়ণগঞ্জ), মো. রাশেদ (নারায়ণগঞ্জ মেইল) ও মো. আরিফ হোসেন (দৈনিক যুগের চিন্তা )।

সম্পর্কিত বিষয়: