নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

সোমবার,

১৩ অক্টোবর ২০২৫

জুলাই সনদের ভিত্তিতে নির্বাচনসহ ৫ দাবিতে শহরে জামায়াতের গণমিছিল, সমাবেশ

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২০:৪১, ১০ অক্টোবর ২০২৫

জুলাই সনদের ভিত্তিতে নির্বাচনসহ ৫ দাবিতে শহরে জামায়াতের গণমিছিল, সমাবেশ

জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন সহ ৫ দফা গণদাবীতে শহরে গণমিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী। শুক্রবার (১০ অক্টোবর) জুমআর নামাজের পর মহানগর জামায়াতে ইসলামীর উদ্যোগে এ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়।

মিছিলটি শহরের মিশনপাড়া এলাকা থেকে শুরু করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে তাদের কর্মসূচির সমাপ্তি করা হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মইনুদ্দিন আহমাদ।

নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামী আমীর মাওলানা আবদুল জব্বারের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন মহানগর নায়েবে আমীর আব্দুল কাইয়ুম, সেক্রেটারী ইঞ্জিনিয়ার মনোয়ার হোসাইন, সহকারী সেক্রেটারী মো. জামাল হোসাইন ও প্রচার বিভাগের সেক্রেটারী হাফেজ আব্দুল মোমিন সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সমাবেশে মাওলানা আবদুল জব্বার বলেন, জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান সহ জাতির স্বার্থ সংশ্লিষ্ট পাঁচটি গুরুত্বপূর্ণ দাবীতে আমরা এই কর্মসূচি পালন করেছি।

এই গুরুত্বপূর্ণ পাঁচটি বিষয় আদায়ের মধ্য দিয়ে আগামী দিনের বাংলাদেশ পরিচালিত হলে আর কোনো ফ্যাসিজম তৈরি না। মানুষের অধিকার নিয়ে কেউ ছিনিমিনি খেলবে না। আগের মতো মানুষকে নানাভাবে নির্যাতন করার জন্য নতুন আয়নাঘর তৈরি হবে না।

তিনি আরও বলেন, জুলাই সনদ বাস্তবায়ন হলে সাংবাদিকরা নির্ভয়ে সঠিক কথা প্রচার করতে পারবে। কেউ আর নতুন করে কোনো মিডিয়া বন্ধ করার দুঃসাহস পাবে না। কোনো দল কোনো দলের উপড় অন্যায়ভাবে জুলুম নির্যাতন করে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করার চেষ্টা করবে না। সবাই মিলেমিশে থাকতে পারবো। জুলাই সনদের চেতনা হচ্ছে এখানে ফ্যাসিজমের আর কোনো আস্তানা হবে না।
 

সম্পর্কিত বিষয়: