চলমান তাপদাহে বিপর্যস্ত শ্রমজীবী মানুষ ও নগরবাসীর মধ্যে বিশুদ্ধ শীতল পানি ও শশা বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছেন মানবিক সংগঠন টিম খোরশেদ।
সোমবার (২৯ এপ্রিল) ৭ম দিনে সংগঠনটি নগরীর মাসদাইর, গলাচিপা, কালিরবাজার, আমলাপাড়া সহ বিভিন্ন পাড়া মহল্লায় ঘুরে ঘুরে বিশুদ্ধ শীতল পানির পাশাপাশি নগরবাসীর জন্য তৃষ্ণা নিবারনে উপকারী শষা ও পা চালিত রিক্সা চালক ভাইদের জন্য মাথার ক্যাপ বিতরণ শুরু করে।
এসময় তারা সহস্রাধিক মানুষের মধ্যে পানি ও শষা বিতরণ করেন ও শতাধিক রিক্সাচালকদের ক্যাপ উপহার দেন।
মানবিক সংগঠন টিম খোরশেদ এর টিম লিডার কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ জানান, গত ৭ দিনে তারা নগরীর বিভিন্ন স্থানে ২ টি গাড়ীতে প্রায় ১৭ হাজার মানুষকে আমরা বিশুদ্ধ শীতল পানি পান করাতে পেরেছি।
এছাড়াও আমাদের টেলিমেডিসিন সেবাও চালু রয়েছে।যেকো মানুষ ০১৭০৬৮৩৩০৯৪ নাম্বারে ফোন করে তাপদাহে অসুস্থ মানুষ বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে পারবেন। যতদিন তাপদাহ থাকবে আমরা ততদিন সেবা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ।