প্রেরণা সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে দেড় শতাধিক পরিবারের মাঝে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
২৯ রমজান বুধবার (১২ মে) রাতে শহরের দেওভোগ পাক্কা রোড (খানকা সড়ক) করোনার কারনে স্বাস্থবিধি মেনে ঈদ সামগ্রী বিতরন করা হয়। ১০ জন পরিবারের মাঝে প্রতিজন পরিবারকে প্রথমে ঈদ সামগ্রী একটি মুরগী, পোলাও চাল,তেল, সেমাই, চিনি
বিতরন করা হয়। পরে সংগঠনের সদস্যরা বাড়ি বাড়ি গিয়ে ঈদ পন্য সামগ্রী মানুষের হাতে পৌচে দিয়ে আসে। এসময় উপস্থিথ ছিলেন বঙ্গসাথী ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও মহানগর যুবলীগের সাধারন সম্পাদক আহাম্মদ আলী রেজা উজ্জল, প্রেরণা সংগঠনের উপদেষ্ঠা আবদুল হালিম, ঈসমাইল হোসেন রমজান, ইকবাল হোসেন, আঃ ছাত্তার, বিল্লাল হোসেন, সংগঠনের সাধারণ সম্পাদক হাসান উল রাকিব, কোষাদক্ষ্য জুম্মান হোসেন, সহকারী কোষাদক্ষ্য তোতা মিয়া, সংগঠনের কার্যকরি কমিটির সদস্য সুবীর সাহা, মোঃ রনি, হাবিবুর রহমান, আজম খান, শিবু পোদ্দার, মনির হোসেন, সংগঠনের প্রচার সম্পাদক মেহেরাব হোসেন, সহকারী প্রচার সম্পাদক ফাহাদ হোসেন, সদস্য মাসুদ হেসেন ও ভোলা প্রমুখ এসময় উপস্থিথ ছিলেন।
প্রেরণা সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ
আরো পড়ুন