
নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৬ জুলাই) সকালে ফতুল্লা ক্রিকেট স্টেডিয়ামের সামনে থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে। মরদেহটির দুই হাত, চোখ ও গলা আঘাতের চিহ্ন রয়েছে। তাৎক্ষণিক নিহতের নাম পরিচয় জানা সম্ভব হয় নি। তবে নিহত যুবকের বয়স আনুমানিক ২৫ বছর।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শরিফুল ইসলাম (ওসি) বলেন, যুবকের পরনে কালো গেঞ্জি ও কালো ফুল প্যান্ট ছিলো। এছাড়া তার দুই হাতে ও গলায় রশি দিয়ে বাঁধার দাগ রয়েছে। ডান চোখও আঘাতের কারণে ফুলা রয়েছে।
তিনি আরও বলেন, ধারণা করছি অন্য কোথাও এ যুবককে হত্যা করে স্টেডিয়ামের সামনে সড়কের পাশে ফেলে গিয়েছে। আমরা পরিচয় শনাক্তের জন্য চেষ্টা করছি। মরদেহটি ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।