নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

৩০ জুলাই ২০২৫

১৫ বছরের রাজপথই মনোনয়নের সবুজ সংকেত

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২১:৪৭, ২৯ জুলাই ২০২৫

১৫ বছরের রাজপথই মনোনয়নের সবুজ সংকেত

বিগত ১৫ বছর স্বৈরাচারী হাসিনা সরকারের বিরুদ্ধে যারা রাজপথে আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন, তারাই আগামী দিনে জনপ্রতিনিধি হিসেবে জনগণের সেবা করার সুযোগ পাবেন।

যাদেরকে রাজপথে খুঁজে পাওয়া যায়নি, রাজপথে যাদের অবদান নাই তাদেরকে ধানের শীষের মনোনয়নের জন্য বিবেচনা করা হবে না, ১৫ বছরের রাজপথই হবে মনোনয়নের সবুজ সংকেত।

নারায়ণগঞ্জ জেলা বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে এমনটাই জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গত ২৬ জুলাই  ভিডিও কনফারেন্সে জেলা বিএনপির আওতাধীন চারটি আসনের মনোনয়ন প্রসঙ্গে এই নির্দেশনা দেন দলীয় প্রধান। সভায় উপস্থিত একাধিক বিএনপি নেতার সাথে কথা বলে এমনটাই জানা গেছে।

সূত্র জানায়, ভার্চুয়ালি যুক্ত দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে জেলা বিএনপির দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ বিগত আন্দোলন সংগ্রামের বিভিন্ন দিক তুলে ধরেন।

নারায়ণগঞ্জের পাঁচটি আসনের মধ্যে নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) বাদে বাকি চারটি আসনের বিষয়ে তারেক রহমান নেতৃবৃন্দকে বিভিন্ন নির্দেশনা দেন এবং রাজপথের ত্যাগী ও জনপ্রিয় নেতার হাতেই ধানের শীষ তুলে দেয়া হবে বলে জানান। দল যাকে মনোনয়ন দেবে সবাই তার পক্ষে কাজ করবে বলে তারেক রহমানকে নিশ্চিত করেন জেলা বিএনপির নেতৃবৃন্দ।

জানা যায়, স্বৈরাচারী হাসিনা সরকারের দুঃশাসনের বিরুদ্ধে নারায়ণগঞ্জ বিএনপির নেতাকর্মীরা গত ১৫ বছর তীব্র আন্দোলন সংগ্রাম চালিয়ে গেছে। হামলা মামলা আর নির্যাতনকে উপেক্ষা করে স্বৈরাচারের পতনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

তাই আগামী দিনে জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়নের ক্ষেত্রে গত ১৫ বছরের অবদানকে মূল্যায়নের দাবি নারায়ণগঞ্জ বিএনপির তৃণমূল নেতাকর্মীরা। তৃণমূলের এই দাবির সাথে বিএনপির হাই কমান্ডও একমত।

এদিকে ৫ আগস্ট পরবর্তী সময়ে কিছু ব্যবসায়ী আর নিষ্ক্রিয় নেতা দলীয় মনোনয়নের জন্য দৌড়ঝাপ শুরু করেছেন যাদের স্বৈরাচার বিরোধী আন্দোলন সংগ্রামে বিন্দুমাত্র অবদান নেই। তারা টাকার জোরে উড়ে এসে জুড়ে বসতে চাইছেন। কিন্তু তৃণমূল তাদের ব্যাপারে বেশ শক্ত অবস্থানে আছে।  

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও এসব মৌসুমী মনোনয়ন প্রত্যাশীদের ব্যাপারে বেশ সজাগ। আগামীর বাংলাদেশ গড়তে তৃণমূলের মতামতকে প্রাধান্য দেয়া হবে বলে নিশ্চিত করেছেন তিনি।