 
				
					অসুস্থ নারায়ণগঞ্জ মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক রুহুল আমিনের শারীরিক অবস্থার খোঁজখবর নিলেন মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল ও সদস্য সচিব সাহেদ আহমেদ।
শুক্রবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় শহরের চাষাড়া বালুর মাঠ সংলগ্ন হেলথ রিসোর্ট হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রুহুল আমিন শারীরিক অবস্থার খোঁজখবর নিতে ছুটে যান নেন তাঁরা । এবং তার সুস্থতার জন্য দোয়া করেন তাঁরা।
এসময়ে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর ১১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন রিপন, মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য আরমান হোসেনসহ যুবদলের নেতৃবৃন্দ।
 

 
				

































 
									 
									 
									 
									 
									 
									 
									