নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

০১ নভেম্বর ২০২৫

মিজমিজিতে ডিগবার নাইট ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করলেন মামুন মাহমুদ

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২২:৪৭, ৩১ অক্টোবর ২০২৫

মিজমিজিতে ডিগবার নাইট ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করলেন মামুন মাহমুদ

মিজমিজি দক্ষিণ পাড়া কিশোর সংঘ আয়োজিত ডিগবার নাইট ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করেছেন জেলা বিএনপির আহ্বায়ক ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক মামুন মাহমুদ।

শুক্রবার রাত ৮ টায় মিজমিজি দক্ষিণ পাড়া এলাকায় তিনি এই টুর্নামেন্টের  উদ্বোধন এবং প্রধান অতিথির বক্তব্য রাখেন। এতে সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা জাহাঙ্গীর আলম।

সংগঠনের সভাপতি নূরনবী, সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাব্বি, সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম জিমিসহ সদস্যগণ অধ্যাপক মামুন মাহমুদকে ফুল দিয়ে স্বাগত জানান।

এসময়ে আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক নজরুল ইসলাম বাবুল, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দলের সহ-সাংগঠনিক সম্পাদক সাকের আহমেদ সোহান, ২ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি গোলজার হোসেন, সাধারণ সম্পাদক মোক্তার হোসেন মুক্তুল, যুগ্ন সম্পাদক মামুন, রবিউল ইসলাম বাবু, ক্রীড়া সম্পাদক আবিদ হাসান আব্দুল্লাহ, ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি ইকবাল হোসেন, ছাত্রদল নেতা ইমতিয়াজ আহমেদ, রাকিবুল ইসলাম, ওয়ার্ড বিএনপি সদস্য রুবেল হোসেন প্রমূখ।

সম্পর্কিত বিষয়: