নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

০১ নভেম্বর ২০২৫

নারায়ণগঞ্জে সাহিত্য অঙ্গনে সরব আলোচনা

কারা পাচ্ছেন বর্ণ সাহিত্য সম্মাননা ২০২৫?

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত:১৯:৪৭, ৩১ অক্টোবর ২০২৫

কারা পাচ্ছেন বর্ণ সাহিত্য সম্মাননা ২০২৫?

নারায়ণগঞ্জের সাহিত্য অঙ্গনে চলছে জোর গুঞ্জন, কারা পাচ্ছেন এবারের বর্ণ সাহিত্য সম্মাননা ২০২৫?


ঢাকা ভিত্তিক সাহিত্য পত্রিকা বর্ণ সাহিত্যপত্র প্রতি বছরের ন্যায় এবারও আগামী ডিসেম্বর ২০২৫- এ ব্যাপক আয়োজনের মাধ্যমে গুণীজনদের সম্মানিত করতে আয়োজন করেছে বর্ণময় এই সম্মাননা পদক অনুষ্ঠান।


জুরি বোর্ড সূত্রে জানা গেছে, সংগঠনভিত্তিক এবং সংগঠনের বাইরের দুই ধারার মধ্যেই এবার সম্মাননা দেওয়া হবে। কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক ও সংস্কৃতিকর্মীদের মধ্যে থেকে একাধিক আলোচিত মুখ নির্বাচিত হবেন এই পুরস্কারের জন্য। এবারের সম্মাননার জন্য নারায়ণগঞ্জের প্রায় শতাধিক ব্যক্তির নাম প্রাথমিকভাবে মনোনীত হয়েছে। যোগ্যতা, অবদান ও সাহিত্যসেবার মূল্যায়নের ভিত্তিতে বাছাইকৃতদের মধ্য থেকে চূড়ান্ত তালিকা প্রণয়ন চলছে।


এ বিষয়ে বর্ণ সাহিত্যপত্রের সম্পাদক আবু রায়হান বলেন -" প্রায় ১০০ জনের নাম প্রস্তাবিত হয়েছে, সেখান থেকে চুলচেরা বিশ্লেষণের মাধ্যমে ঢাকার জুরি বোর্ড চূড়ান্ত মনোনীত ব্যক্তিদের নাম ষোষণা করবেন। তরুণ ও প্রবীণ-উভয় প্রজন্মের কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক ও সংস্কৃতি কর্মীদের অবদানের যথাযথ স্বীকৃতি দিতেই এই সম্মাননা। বর্ণ সাহিত্য পত্র প্রতিবছরই এই সম্মানকা পদকের আয়োজন করা হবে।


আয়োজকদের মতে, বর্ণ সাহিত্য সম্মাননা এখন নারায়ণগঞ্জের অন্যতম আলোচিত সাহিত্য সম্মাননায় পরিণত হয়েছে, যেখানে প্রজন্মের পর প্রজন্মের সাহিত্যকর্মীরা একসাথে সম্মানিত হন তাঁদের সৃষ্টিশীল অবদানের জন্য।

সম্পর্কিত বিষয়: