 
				
					নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর উদ্যােগে নাসিক ১২ ও ১৩ নং ওয়ার্ডের শতাধিক পোলিং এজেন্টদের নিয়ে শুক্রবার শহরের মাসদাইর এলাকায় প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
এসময় প্রশিক্ষণ প্রদান করেন প্রশিক্ষক ও নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারী এইচ এম নাসির উদ্দিন। এসময় তিনি বলেন ভোট একটি পবিত্র আমানত কখনোই খেয়ানত হতে দেওয়া যাবেনা। দেশের মানুষ এবার জাগ্রত হয়েছে সন্ত্রাস দখলদারদের বিরুদ্ধে সোচ্চার হয়েছে, আমরা শুধু আমাদের নৈতিক দায়িত্ব সঠিক ভাবে পালন করবো ইনশাআল্লাহ।
নারায়ণগঞ্জ পূর্ব থানার আমির মুহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্ব ও সেক্রেটারী হাফেজ কামরুল হোসাইনের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন মহানগর কর্মপরিষদ সদস্য ফরিদ উদ্দিন আহমাদ। এছাড়াও উপস্থিত ছিলেন পূর্ব থানার সহকারী সেক্রেটারী ইঞ্জিনিয়ার আব্দুস সালাম, মাওলানা নজরুল ইসলাম এবং থানার কর্মপরিষদ সদস্য ও ওয়ার্ড দায়িত্বশীল বৃন্দ।

 
				

































 
									 
									 
									 
									 
									 
									 
									