নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

০২ আগস্ট ২০২৫

সিদ্ধিরগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২০:০০, ১ আগস্ট ২০২৫

সিদ্ধিরগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জে পুলিশের অভিযানে ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ফরহাদ রেজা ওরফে রুবেল (৩৩) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত মো. ফরহাদ রেজা ওরফে রুবেল (৩৩) সিদ্ধিরগঞ্জ থানাধীন নাসিক ৩ নং ওয়ার্ডের রসুলবাগ আদর্শ নগর এলাকার হুমায়ন রেজার ছেলে।

শুক্রবার (১ আগষ্ট) বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহীনূর আলম। এরআগে বৃহস্পতিবার (৩১ জুলাই) রাতে রসুলবাগ আদর্শনগরে হারুন এর অটো গ্যারেজের সামনে থেকে ওই ইয়াবাসহ মো. ফরহাদ রেজা ওরফে রুবেলকে গ্রেপ্তার করা হয়। 

ওসি মোহাম্মদ শাহীনূর আলম বলেন, গ্রেপ্তারকৃত মাদক কারবারি রুবেলকে জিজ্ঞাসাবা করলে সে দীর্ঘদিন ধরে ওই এলাকায় অভিনব কায়দায় ইয়াবা ট্যাবলেট বিক্রয় করে আসছে বলে স্বীকারোক্তি প্রদান করে।

তিনি আরও জানান, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা রুজু করে তাকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।  মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।