নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

২০ সেপ্টেম্বর ২০২৫

নারায়ণগঞ্জ-৫ আসনে জমিয়তে উলামায়ে ইসলামের প্রার্থী 

মাওলানা ফেরদাউসুর রহমানের নির্বাচনী প্রচারণায় র‌্যালি অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২১:৫৩, ১৯ সেপ্টেম্বর ২০২৫

মাওলানা ফেরদাউসুর রহমানের নির্বাচনী প্রচারণায় র‌্যালি অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ-৫ আসনে জমিয়তে উলামায়ে ইসলামের প্রার্থী হিসেবে মাওলানা ফেরদাউসুর রহমানকে খেজুর গাছ প্রতীকে মনোনয়ন দেওয়ায় ‎নারায়ণগঞ্জ সর্বস্তরের জনগণের পক্ষ থেকে নির্বাচনী প্রচারণায় র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

‎‎শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকালে শহরের খানপুর হাসপাতাল থেকে শুরু হয়ে শহরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চাষাঢ়া বিজয় স্তম এসে র‌্যালি ‎শেষ করা হয়। 

‎‎‎জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা ফেরদাউসুর রহমান নারায়ণগঞ্জবাসীকে অভিনন্দন জানিয়ে বলেন, আজ দেশ গভীর সংকটে নিকুচিত হয়েছে।

দেশের মানুষ অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের অপেক্ষায় রয়েছে। এই নির্বাচনকে বানচাল করার জন্য কিছু কিছু দল এবং বেশি-বিদেশি চক্রান্ত করে যাচ্ছে। 

এই চক্রান্তকে প্রতিহত করে জনগণের আকাক্সক্ষা জমিয়ত প্রতিফলিত করবে এবং ঘোষণা দিচ্ছে আগামী সংসদ জাতীয় নির্বাচনে জোট যদি আমাকে মনোনয়ন দেয় তাহলে আমার সর্বোচ্চ শক্তি দিয়ে নারায়ণগঞ্জ ৫ আসনে আমি নির্বাচন করব। 

‎‎তিনি আইন-শৃঙ্খলা বাহীনীকে উদ্দেশ্য করে আরো বলেন, নারায়ণগঞ্জে আইনশৃঙ্খলা বাহিনীর অবনতি ও ব্যবসা-বাণিজ্য ভালো নয়। নারায়ণগঞ্জের পরিস্থিতি ভালো নয়। তাই আমরা সামনে থেকে যেকোনো পরিস্থিতি মোকাবেলা করব এবং নারায়ণগঞ্জের জনগণের পাশে থাকব। আমি বিশ্বাস করি সাংবাদিক ও প্রশাসন আমাদের পাশে থাকবে। 

‎‎র‌্যালিতে উপস্থিত ছিলেন, জমিয়তে উলামায়ে ইসলাম মহানগর সভাপতি মাওলানা কামাল উদ্দিন দামি, সাধারণ সম্পাদক মাওলানা মনোয়ার হোসেন, ফতুল্লা থানা সেক্রেটারি মাওলানা তাইজুল ইসলাম আব্বাস, রুহুল আমিন, শাহীন আলম, বাবুল আহম্মেদ সহ থানা, ইউনিয়ন ও বিভিন্ন নেতৃবৃন্দ।
 

সম্পর্কিত বিষয়: