নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

১৯ সেপ্টেম্বর ২০২৫

গাছের ডাব পাড়াকে কেন্দ্র করে

 সোনারগাঁয়ে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই নিহত

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৯:২৬, ১৯ সেপ্টেম্বর ২০২৫

 সোনারগাঁয়ে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই নিহত

সোনারগাঁয়ে গাছের ডাব পাড়াকে কেন্দ্র করে বড় মেঝো ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাইওমর ফারুক খোকা (২৮) নিহত হয়েছেন।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) জুম্মার নামাজের পর উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের আলাপদী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ফারুক খোকা মোগরাপাড়ার আলাপদী এলাকার মৃত জাহের আলীর ছেলে।

স্থানীয়রা জানান, দুপুরে বাড়ির গাছ থেকে ডাব পাড়া নিয়ে দুই ভাইয়ের কথা কাটাকাটির এক পর্যায়ে মেজো ভাই আক্তার ছোট ভাই খোকাকে ছুরিকাঘাতে করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছেন সোনারগাঁ থানার উপপরিদর্শক (এসআই) মো. সানোয়ার। তিনি বিষয়টি নিশ্চিত করে বলেন, “আমরা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছি।

প্রাথমিক তথ্য অনুযায়ী, ডাব পাড়া নিয়েই ঝগড়া হয়েছে। ছুরিকাঘাতকারী ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়েছে; তাকে আটক করার চেষ্টা চলছে।”