
বন্দর থানা পুলিশের হস্তক্ষেপে হারিয়ে যাওয়া ১০ বছর বয়সী শিশু আওয়ালকে ফিরে পেয়েছেন তার বাবা- মা। শুক্রবার (১৯ সেপ্টম্বর) দুপুরে নিখোঁজ সন্তানকে ফিরে পেয়ে আনন্দে আত্মহারা হয়ে পড়েন মা নুরজাহান ।
উদ্ধার হওয়া শিশু আউয়াল মিয়া ব্রাম্মনবাড়িয়া জেলার সদর থানার মজলিপুর ইউনিয়ন দারমা গ্রামের সাহাত মিয়ার ছেলে ।
শিশুটির মা নুর জাহান জানান,গত বুধবার সকালে তার ছেলে আউয়াল বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি। দুই দিন যাবৎ শিশু আউয়ালকে দেখতে না পেয়ে চরম হতাশ হয়ে পড়েন তারা। চারিদিকে খোঁজাখুজি শুরু করেন। একপর্যায়ে দিশেহারা হয়ে পড়েন।
পরে দুইদিন পর ব্রাম্মনবাড়িয়া গ্রাম পুলিশ ও থানার কর্তৃপক্ষের কাছে নিখোজ ছেলের সন্ধান পেয়ে নারায়ণগঞ্জের বন্দর থানা পুলিশের এস আই মনির হোসেনের ঐকান্তিক প্রচেষ্টায় ১০ বছরের শিশু ছেলে সন্তানকে ফিরে পান।
বন্দর থানা এসআই মনির হোসেন,দুইদিন পূর্বে নিখোজ হয় ব্রাম্মনবাড়িয়া জেলার দারমা গ্রামের ১০ বছরের শিশু আউয়াল। বন্দর থানার নবীগঞ্জ এলাকার স্থানীয় জনতা শিশু আউয়ালে ক্রন্দনরত অবস্থায় দেখে পরিচয় জানার চেষ্টা করে ব্যর্থ হয়ে বন্দর থানা ওসি স্যারকে ফোন দেয়।
নবীগঞ্জে গিয়ে শিশু আউয়ালকে থানায় নিয়ে এসে তার পরিচয় জানার চেষ্টা করি। পরে তথ্য প্রযুক্তি মাধ্যমে ব্রাম্মনবাড়িয়া থানা পুলিশের সহযোগিতায় হারিয়ে যাওয়া শিশুটিকে তার পিতা- মাতার কাছে হস্তান্তর করা হয়।