নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

১০ মে ২০২৫

আড়াইহাজারে শিশুকে ধর্ষণের পর হত্যা, যুবকের মৃত্যুদন্ড

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৭:৫০, ২৫ সেপ্টেম্বর ২০২৩

আড়াইহাজারে শিশুকে ধর্ষণের পর হত্যা, যুবকের মৃত্যুদন্ড

নারায়ণগঞ্জের আড়াইহাজারে শিশুকে ধর্ষণের পর হত্যার দায়ে নাইমুর রহমান (৩৫) নামের এক আসামীকে মৃত্যু দন্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়। আরেক ধারায় তাকে পাঁচ বছরের সশ্রম কারাদন্ড ও ২০ হাজার টাকা অর্থদন্ড করেন আদালত। দন্ডপ্রাপ্ত নাইমুর রহমান বরগুনার লতাবাড়িয়া এলাকার আব্দুল জাব্বারের ছেলে। তিনি ভুক্তভোগী শিশুর পাশের বাসায় ভাড়া থাকতেন।


সোমবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক নাজমুল হক শ্যামল আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।


আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান বলেন, ২০২১ সালের ২৪ সেপ্টেম্বর দায়ের করা মামলায় আদালত এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।


আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট রকিব উদ্দিন আহমেদ রাকিব বলেন, ২০২১ সালের ২৩ সেপ্টেম্বর দন্ডপ্রাপ্ত আসামি নাইমুর রহমান ৬ বছরের শিশুকে আইসক্রিম ও চকলেট কিনে দেওয়ার কথা বলে ভাড়া বাসায় নিয়ে ধর্ষণের পর হত্যা করেন। আদালত ১০ জনের সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে এ রায় ঘোষণা করেন।


তিনি আরও বলেন, আসামি নিজে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বলেছেন শিশুকে ধর্ষণের পর হত্যা করেছেন। মামলার বাদীপক্ষ এ রায়ে সন্তোষ প্রকাশ করেছেন।
 

সম্পর্কিত বিষয়: