নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

১৬ সেপ্টেম্বর ২০২৫

ডিজিটাল নিরাপত্তা আইনে সাংবাদিক লিংকন গ্রেপ্তার

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৮:৩৭, ২০ নভেম্বর ২০২১

ডিজিটাল নিরাপত্তা আইনে সাংবাদিক লিংকন গ্রেপ্তার

ডিজিটাল নিরাপত্তা আইনে নারায়ণগঞ্জ বার্তার সম্পাদক ও আনন্দ টিভির জেলা প্রতিনিধি সৈয়দ সিফাত আল রহমান লিংকনকে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।

 

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র আইভীর ভাই ও মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক আলী রেজা রিপনের দায়ের করা মামলায় শনিবার (২০ নভেম্বর) মধ্যরাত ২টার দিকে নিজ বাসা থেকে লিংকনকে গ্রেপ্তার করা হয়।  সকালে পুলিশ তাকে আদালতে প্রেরণ করেন। 


গ্রেপ্তারের পূর্বে সৈয়দ সিফাত আল রহমান লিংকন শনিবার ২০ নভেম্বর রাত ২ টা ৫ মিনিটে তার নিজস্ব ফেইসবুক পোস্টে লিখেন, এই মুহুর্তে আমাকে পুলিশ এসে নিয়ে যাচ্ছে, মেয়র আইভীর ভাইয়ের করা আইসিটি মামলার জন্য, দয়া করে আমার সহকর্মী, সকলের সহযোগীতা চাই।