নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

০৯ মে ২০২৫

শুক্রবারের সমাবেশ ঘিরে

নারায়ণগঞ্জ ডিসি-এসপির সঙ্গে ইসলামী আন্দোলনের সাক্ষাত

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৯:৫৯, ২৬ সেপ্টেম্বর ২০২৩

নারায়ণগঞ্জ ডিসি-এসপির সঙ্গে ইসলামী আন্দোলনের সাক্ষাত

ব্যর্থ নির্বাচন কমিশন বাতিল, সংখ্যানুপাতিক নির্বাচন (চজ) পদ্ধতির প্রবর্তন, সংসদ ভেঙ্গে দিয়ে জাতীয় সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধের দাবীতে সমাবেশ করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর।
 শুক্রবার (২৯ সেপ্টেম্বর) শহরের চাষাড়া শহীদ মিনারে এই  সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র নায়েবে আমীর, মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম, শায়খে চরমোনাই।


 সভাপতিত্ব করবেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ, নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতী মুহাম্মাদ মাসুম বিল্লাহ।

 সমাবেশেক সামনে রেখে মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) নারায়ণগঞ্ জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, জেলা সহ-সভাপতি হাফেজ আমিনুদ্দিন, মাওলানা শফিকুল ইসলাম জেলা সেক্রেটারি মুহা. জাহাঙ্গীর কবির, এসিস্টেন্ট সেক্রেটারি ওমর ফারুক, জেলা শ্রমিক আন্দোলন সাধারণ সম্পাদক মোঃ ফারুক হাওলাদার প্রমুখ নেতৃবৃন্দ।

সমাবেশস্থল পরিদর্শনকালে নেতৃবৃন্দ বলেন, আগামী শুক্রবারের সমাবেশ নারায়ণগঞ্জের জন্য এক মাইলফলক হবে। সমাবেশ সফল করতে সকল নেতাকর্মী সহ নারায়ণগঞ্জবাসীকে উদাত্ত আহবান জানান নেতৃবৃন্দ।
 

সম্পর্কিত বিষয়: