নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

০৯ মে ২০২৫

রবিউল আউয়াল উপলক্ষে অংকুর`র পুরুস্কার বিতরণ

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত:১৯:৩২, ২৮ সেপ্টেম্বর ২০২৩

রবিউল আউয়াল উপলক্ষে অংকুর`র পুরুস্কার বিতরণ

রবিউল আউয়াল উপলক্ষে জাতীয় শিশু-কিশোর সংগঠন 'অংকুর'' নারায়ণগঞ্জ জোন আয়োজিত সীরাতুন্নবী সা. প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সকালে নগরীর আলী আহমদ চুনকা নগর পাঠাগার মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

 

অংকুরের কেন্দ্রীয় সহ পরিচালক ও নারায়ণগঞ্জ জোন পরিচালক মুহাম্মাদ শরীফ মিয়ার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মাদ মাহবুব মোর্শেদ। অনুষ্ঠান শুরুতেই উদ্বোধনী বক্তব্য রাখেন অংকুরের নির্বাহী পরিচালক শাহ শিহাব উদ্দীন।

 

মুফতী শেখ শাব্বীর আহমাদের সাবলীল উপস্থাপনায় কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ি ও সমাজসেবক ইলিয়াস আহমদ, দারুল উলুম দেওভোগ মাদ্রাসার প্রধান মুফতী মামুনুর রশীদ, সরকারি তোলারাম কলেজের সাবেক অধ্যাপক মুহাম্মদ শাহ আলম, সিদ্ধিরগঞ্জ মুজিববাগ মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা গোলাম রব্বানী, বিশিষ্ট শিল্পী ও নাট্য পরিচালক অধ্যাপক ড. আনিসুর রহমান শিপলু, দাবানল শিল্পীগোষ্ঠীর প্রধান পরিচালক মাওলানা কাউসার আহমদ সোহাইল, অংকুরের সহকারী পরিচালক এবিএম শহীদুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী খন্দকার হাফেজ মুহাম্মাদ আওলাদ, বায়তুল হিদায়া মাদ্রাসার মুহতামিম মুফতী আব্দুল গনী, ইসদাইর রাবেয়া হোসেন উচ্চ বিদ্যালয়ের সহ-প্রধান শিক্ষক খন্দকার মুহাম্মাদ ইউনুস, ফুলের হাসি পাঠক ফোরাম নারায়ণগঞ্জের পরিচালক শরীফ মাহমুদ। পুরো অনুষ্ঠানের বেশিরভাগ সময়ই ইসলামী ও দেশাত্মবোধক গান গেয়ে মাতিয়ে রাখেন জাতীয় সাংস্কৃতিক সংগঠন দাবানল শিল্পীগোষ্ঠীর যোবায়ের বখতিয়ার, শহীদুল ইসলাম সামী, হাফেজ জুনাঈদ আহমাদ প্রমুখ। পরিশেষে কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। এছাড়াও অংশগ্রহণকারীদের শুভেচ্ছা উপহার তুলে দেয়া হয়। বিজয়ী শিক্ষার্থীরা পুরস্কারের সাথে সার্টিফিকেট পেয়ে আরো উজ্জীবিত হয়ে উঠে।

সম্পর্কিত বিষয়: