নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

১০ মে ২০২৫

আড়াইহাজারে সাবেক ইউপি সদস্য ডাকাতি মামলায় গ্রেপ্তার

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২২:২২, ৩ এপ্রিল ২০২৩

আড়াইহাজারে সাবেক ইউপি সদস্য ডাকাতি মামলায় গ্রেপ্তার

আড়াইহাজারে উচিৎপুরা ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডের সাবেক সদস্য আলমগীরকে (৪৫) ডাকাতি মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত আলমগীর জাঙ্গালিয়া গ্রামের আ. মালেকের ছেলে।

 

সোমবার (৩ এপ্রিল) তাকে নারায়ণগঞ্জ আদালতে পাঠায় পুলিশ। এরআগে রোববার (২ এপ্রিল) রাতে উপজেলার জাঙ্গালিয়া বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।  


স্থানীয়রা জানান, আলমগীর ইউপি সদস্য থাকাকালিন থেকে এলাকায় চুরি ডাকাতি, মাদক ব্যবসা, নারী কেলেংকারী এবং মাদকের বিস্তারসহ বিভিন্ন অপকর্মে প্রত্যক্ষভাবে ভূমিকা রেখে আসছে।

 

এর আগে তিনি ডাকাতির প্রস্তুতি মামলায় গ্রেপ্তার হয়ে দীর্ঘদিন হাজতবাস করে সম্প্রতি জামিনে ছাড়া পান। এলাকায় এসে তিনি প্রভাব খাটিয়ে অন্যের জমি দখলকরাসহ বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়েন।


আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়ব ্এর সত্যতা নিশ্চিত করেছেন।