নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

১০ মে ২০২৫

আড়াইহাজারে এক রাতে চার বাড়িতে ডাকাতি 

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৮:১১, ১৯ জুন ২০২৩

আড়াইহাজারে এক রাতে চার বাড়িতে ডাকাতি 

আড়াইহাজারে রোববার রাতে চার বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এর মধ্যে উপজেলার খাগকান্দা ইউনিয়নের কদমতলী গ্রামে দুই বাড়ীতে এবং ব্রাহ্মন্দী ইউনিয়নের নরিংদী গ্রামে দুই বাড়ীতে ডাকাতির ঘটনা গুলো ঘটেছে। ডাকাত দল চারটি বাড়ী থেকে নগদ অর্থ ও  স্বর্ণালংকার লুটে  নেয়।   


জানা গেছে, রাত ২টার দিকে একই সঙ্গে কদমতলী  গ্রামের  সৌদি প্রবাসী আলমের এবং  নজরুলের বাড়ীতে ডাকাতি হয় । ডাকাত দল ঘরের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে নজরুলের ঘর থেকে নগদ ২৫  হাজার টাকা, আড়াই ভরি ওজনের স্বর্ণালংকার লুটে নেয়। আলমের ঘর থেকে ৪  ভরি ওজনের স্বর্ণালংকার লুটে নেয়। 


অপর দিকে একই রাতে ৩ টার দিকে ব্রাক্ষন্দী ইউনিয়নের  নরিংদী গ্রামের মহিজউদ্দিন এবং হাবিজউদ্দীনের বাড়ীতেও হানা দেয় ডাকাতদল । ওই দুটি বাড়ী থেকে ডাকাত দল নগদ ৩৫ হাজার টাকা , প্রায় ১৫/২০  ভরি ওজনের স্বর্ণালংকার ও লুটে নেয়।  আড়াইহাজার থানার ওসি মুহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়ব জানান, খোঁজ নেওয়া হচ্ছে।