নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

১০ মে ২০২৫

কারামুক্ত হলেন আড়াইহাজার বিএনপির সভাপতি ইউসুফ আলী

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২২:০৯, ১৪ আগস্ট ২০২৩

কারামুক্ত হলেন আড়াইহাজার বিএনপির সভাপতি ইউসুফ আলী

দীর্ঘ ১৯দিন পর কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়ে কারামুক্ত হয়েছেন আড়াইহাজার উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী ভূঁইয়া।

 

সোমবার (১৪ আগস্ট) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে কারাগার থেকে জামিনে বের হয়ে আসেন ইউসুফ আলী ভূঁইয়া। এর আগে উচ্চ আদালত থেকে জামিন পান তিনি। পরে উচ্চ আদালতের জামিননামা সোমবার বিকেলে কারাগারে পাঠানো হলে সন্ধ্যায় জামিনে বের হয়ে আসেন।


এ সময় কারা ফটকের সামনে আড়াইহাজার উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মী ইউসুফ আলী ভূঁইয়াকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।


প্রসঙ্গত, গত (২৬ জুলাই) বিকেলে আশুলিয়া দৌড় নামক এলাকার চেকপোস্টে থেকে ইউসুফ ইসলাম ভূঁইয়া ও তার গাড়িচালককে গ্রেফতার করে তুরাগ থানা পুলিশ। পরবর্তী পুলিশ গাড়িসহ চালককে ছেড়ে দেয়।


পরেরদিন বৃহস্পতিবার (২৭ জুলাই) সকালে ইউসুফ আলী ভূঁইয়াকে তুরাগ থানার একটি নাশকতার মামলায় গ্ৰেফতার দেখিয়ে ঢাকা সিএমএম আদালতে পাঠানো হয়।